এক ইসলাম পন্থী নেতার উপদেশ তার সাত দিনের সন্তানের উদ্দেশে
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৭ অক্টোবর, ২০১৪, ১২:১৩:০০ দুপুর
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ড. মাসুদের পরিবারের সদস্যরা তার নবজাতক পুত্র সন্তানকে নিয়ে ঢাকা সিএমএম কোর্টের গারদখানায় দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। ড. মাসুদের পারিবারিক একটি সূত্র শীর্ষ নিউজকে এ কথা জানিয়েছেন।
সূত্র জানায়, ড. মাসুদ গারদখানার শিকলের ভেতর থেকে তার শিশু সন্তানকে দেখে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। শিকলের ভেতর থেকেই তিনি ছেলের মাথায় হাত রেখে তার জন্য দোয়া করেন।
ওই সময় ড. মাসুদ তার ছেলের হাতে হাত রেখে বলেছেন, বাবা জেলখানা চিনে রেখো, ইসলামী আন্দোলনের কারণে বড় হয়ে একদিন তোমাকেও এখানে আসতে হতে পারে।
উলেস্নখ্য, জামায়াত নেতা ড. মাসুদ প্রায় আড়াই মাস কারাগারে আটক আছেন। এরই মধ্যে এক সপ্তাহ আগে তার এক পুত্র সন্তান জন্ম নেয়। শীর্ষ নিউজ
হক ও বাতিলের লড়াই চিরকালের। ডঃ মাসুদের উপদেশ আমাদের বিস্মিত করলেও ইসলাম পন্থীদের কাছে নতুন কিছু নয়। এখানে হিন্দী মুভির নায়কের মত নেই কোন প্রতিশোধ নেওয়ার উগ্র বাসনা (বাবা তুমি বড় হয়ে যারা তোমার বাবাকে বিনা কারনে নিযাতন করেছে তার প্রতিশোধ নিবা)। নেই কোন বাতিল পন্থী জুলুমশাহীর প্রতি কোন ঘৃনা। বরং হককে যে জুলুম নিযাতন ও মিথ্য অপবাদ মাথা পেতে নিয়ে প্রতিসঠা করতে হয় তার উপদেশ।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জেল-জুলুম-নির্যাতন-মিথ্যা অপবাদ সহ্য করেই এগিয়ে যায় অকোতভয় নির্ভিক সেনানীরা।
কোন কিছুই তাদের কে সত্য এ পথ থেকে হটাতে পারে না তাই আবার প্রমাণ হল।
মহান আল্লাহ জালিমদের ধ্বংশ করুন, আমিন।
আমিন আমিন আমিন
চাপাবাজি কম করেন।
Secondly as a believer by my heart I believe none but only Allah() can increase the position and only Allah() down the position.
Thirdly brother please do not guess bad about your Muslim brother. According to Prophet() hadid, this act is a crime(পাপ/ জুলুম)
সালাম তোমায় বীর মোজাহিদ ড মাসুদ
সালাম তোমায় বীর মোজাহিদ
না। এমন কি নবী রসূল বাদ যায়নি। আমরা তো সাধারন মানুষ।
সালাম তোমায় বীর মোজাহিদ ড
ইসলামী আনন্দোলনের নেতার সাথে তার সন্তানের সাক্ষাৎ।
মন্তব্য করতে লগইন করুন