গরু মেরে জুতা দান!!!

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৪ অক্টোবর, ২০১৪, ১২:২৪:০০ দুপুর

গরু মেরে জুতা দান আমাদের অতি পরিচিত একটি বাগধারা । সাধারণত কেউ কারো বড় ধরণের ক্ষতি করে তা আড়াল করার জন্য, তার জন্য কিছু ভাল করাকে বুঝে থাকি, এ কথার দ্বারা। আমরা যদি বাংলাদেশ আওয়ামী লীগ এর ইসলাম এর বিপক্ষে তাদের কাজগুল নিয়ে গবেষণা করি তবে দেখবো যে আলেম ওলেমাদের নিপীড়ন- নিযাতন, হত্যা, সংবিধান থেকে ইসলামকে ঝাটিয়ে বিদায় করার জন্য বিভিন্ন ধরণের চেষ্টা-প্রচেষ্টা, ছল-চাতুরীর অসংখ্য উদাহরন । ইসলামের বিপক্ষে, তদের সবশেষ প্রচেষ্টা ছিল শাহবাগি নাস্তিক-মুরদাতদের মাধ্যমে বাংলাদেশর মাটিতে ইসলামের পতাকা নীচু করে তার স্থানে নাস্তিক্যবাদের পতাকা উচু করে ধরা। কিন্ত আলেম সমাজের পতিরোধের ফলে তা ব্যথ হয়।

আপাদ দৃস্টিতে মনে হছছে মুরদাত লতিফ সিদ্দিকের মাধ্যমে হয়তো তারা শাহাবাগী নাস্তিকদের অসমাপ্ত কাজকে আবার এগিয়ে নিতে য়েতে ছিল কিন্ত আলেম সমাজের পতিরোধের ধরন দেখে আবার পিছু টান দিয়েছে। এ কথা বিশ্বাস করার জন্য “বলীর পাঁঠা “হাজী লতিফ সিদ্দিকে দিয়ে হজের বিরুদ্ধে কথা বলানোই যথেষ্ট।

আর এজন্যই আমরা আজকে দেখি যে, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা ইসলামের খদমতের কথা বললেও , গরু মেরে জুতা দানের মত ইসলামের খেদমদ করে যাচ্ছে। উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি তারা ইসলামের মুল(ঈমান) , আল্লাহ() উপর দৃঢ় আস্থা ও বিশ্বাসকে সংবিধান থেকে ঝেটিয়ে বিদায় করার পড়ও বলে, তরা খাঁটি মুমিন কেননা তারা নামজ কায়েম করে, কুরআন পড়ে !!

একই ভাবে তারা এখন অবস্থা বেগতিক দেখে বলছে, নাস্তিক-মুরদাতদের সাথে তাদের কোন ধরনের সম্পর্ক নেই অথচ তাদের নেত্রী চরম ইসলাম বিদেসি শাহাবাগী নাস্তিক-মুরদাত ব্লগার রাজীব মারা যাওয়ার পর তাকে বলেছ শহীদ!! শুধু তাই নয়, তারা আলেম সমাজের সর্বজন্য গ্রায্য দাবী, নাস্তিক-মুরদাতদের সবোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাসকে পাশ কাটিয়ে এক দিকে তারা নাস্তিক-মুরদাতদের রক্ষ করছে; অন্য দিকে তারা বলছে নাস্তিক-মুরদাতদের সাথে তাদের কোন ধরনের সম্পর্ক নেই এবং তারা খুব ভাল মুসলিম কেননা তারা হজ্জ করে(!!) এবং তারা মসজিদকে তালা বদ্ধ করে রাখলেও মসজিদের সোন্দয বধন করে ইসলামের খেদমদ করে যাছেছ!!!!!

বিষয়: রাজনীতি

১৭৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271327
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৬
কাহাফ লিখেছেন :
বিদ্যমান অবস্হা পর্যলোচনা করলে আপনার বক্তব্যের সাথে একমত পোষণ না করে উপায় নাই। এর জন্যে সমাজে বসবাসরত লোকেরাও কম দায়ী নয়।
আল্লাহ পাক আমাদের কে সঠিক বুঝ দান করুন, আমিন।
সুন্দর উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ....।
০৫ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩৩
215661
আনিসুর রহমান লিখেছেন : ঈদ মোবারক
আল্লাহ পাক আমাদের কে সঠিক বুঝ দান করুন, আমিন
271549
০৫ অক্টোবর ২০১৪ রাত ০২:৩৯
কাওছার জামাল লিখেছেন : হাহাহা
271560
০৫ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩৪
আনিসুর রহমান লিখেছেন : ঈদ মোবারক
আল্লাহ পাক আমাদের কে সঠিক বুঝ দান করুন, আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File