নাস্তিকদের সীমা অতিক্রম ও পরিনিতি

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫৩:৩৫ দুপুর

সময়টা তখন ছিল নাস্তিকদের। শাহবাগের নাস্তিকরা তখন যুদ্ধাপরাধ ও ইসলামকে তালগোল পাকিয়ে একটি বিশেষ ইসলামী দল ও তার শীর্ষ নেতাদের পৃথিবী থেকে মুছে ফেলার চক্রান্তের মাঝে যদি তাদের পরিকল্পনা সীমাবদ্ধ রাখতো তাহলেও কথা ছিল। বরং ইসলামের মহান নবী ও আল্লাহ() সম্পর্কে বেয়াদপী পূর্ণ কথা বলার মধ্যে দিয়ে সীমা অতিক্রম করে। সে সময় ইসলাম বিরোধী বিভিন্ন মহলের সহযোগীতার ফলে বোকার মত তারা মনে করছিল তারা বুঝি অচিরেই বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে মুছে দিবে। সে অস্থির সময় আমি একটি জাং ই-মেল পাই। সাধাঃরনত আমি জাং মেলের কোন জবাব দেই না বিন্তু সে জাং মেলের জবাব আমি দিয়ে ছিলাম। সে মেলের সারমর্ম ছিল অচিরেই তারা বাংলাদেশর সকল ইসলামী শক্তিকে তথা ইসলামকে চিরতরে মুছে দিয়ে, তার ভাষায় তারা ধর্ম-নিরপেক্ষ বাংলাদেশ কায়েম করবে। দীন ইসলাম এবং ইসলামী আন্দোলনকে চিরতরে মুছে দেওয়ার, তাদের ঐ বোকামি পূর্ণ চিন্তার জবাবে আমি তখন তাদের শুধু একথা লিখে ছিলাম, “দীন ইসলাম এবং ইসলামী আন্দোলনকে কখনোও ধ্বংস করা যায় না। তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।”

আজকের আমার দেশ পত্রিকার একটি সংবাদে আমার চোখ আটকে গেল সংবাদটি নিন্মরূপ ঃ--

কথিত গণজাগারণ মঞ্চের তিন গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শাহাবাগ : চেয়ার ও লাঠির বেদম পিটুনিতে অজ্ঞান ইমরান।

সংঘর্ষের বিষয়ে তিন অংশের নেতারাই পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। ইমরানপন্থী অংশের অন্যতম সংগঠক মারুফ রসূল বলেন, আমরা মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকলে অপর অংশ এবং পুলিশ হামলা করে। এতে ১০ জন আহত হয়। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে।

সরকারপন্থী অংশের মুখপাত্র কামাল পাশা বলেন, কোনো ধরণের উস্কানি ছাড়াই হামলা করা হয়েছে। এতে তাদের সাতজন আহত হয়েছেন। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে নেয়ার জন্য এ হামলা বলে তিনি অভিযোগ করেন।

বাপ্পাদিত্য বসু বলেন, আরিফ জেবতিকের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়েছে। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সুতরাং আজ আমরা দিনের আলোর মত পরিষ্কার দেখতে পাছিছ যে, যতই চক্রান্ত হোক না কেন, দীন ইসলাম তথা ইসলামী আন্দোলনকে কখনোও ধ্বংস করা যায় না। আজকের এই ঘটনা আমাদেরকে বার বার এ কথাকে স্মরণ করিয়ে দিছছে।

বিষয়: বিবিধ

৯৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266887
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
শেখের পোলা লিখেছেন : সহমত৷
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪২
210780
আনিসুর রহমান লিখেছেন : Thanks to read my post and your comment

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File