৭ই মার্চ বঙ্গবন্ধু তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে।

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫১:২৫ দুপুর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের উপ প্রধান একে খন্দকার তার বইতে সত্য ইতিহাস তুলে ধরেছেন। আর এতে আওয়ামী লীগের গায়ে আগুন লেগেছে। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, এ কে খন্দকার যে কথা বলেছেন সেটিই সত্য। জনগণ সেটি বিশ্বাস করে। এ কে খন্দকারের বক্তব্যের ভেতর দিয়ে এতোদিন ধরে আওয়ামী লীগ যে মিথ্যাচার করে আসছে তা বেরিয়ে এসেছে। এজন্যই এখন তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বিচার করার কথা বলা হচ্ছে। আমরা যারা ৭ই মার্চের ভাষণ সেখানে উপস্থিত থেকে শুনেছি তারা জানি বঙ্গবন্ধু তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে। তখনকার বাস্তবতায় এটি ঠিক ছিলো। এটা বললে কাউকে খাটো করা হয় না, কেউ খাটো হন না। তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, তারা সবাই কলকাতায় পালিয়ে গিয়েছিলো সেহেতু ইতিহাসের এ সত্য তারা মেনে নিতে চায় না। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পদক সানাউল্লাহ মিয়া, মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262023
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৫
হতভাগা লিখেছেন : সামনে এমন সংজ্ঞাও আসতে পারে মুক্তিযোদ্ধার , যার ফলে সন্মুখ সমরে যুদ্ধ করেও সে মুক্তিযোদ্ধা বলে গন্য নাও হতে পারে । আবার দেশের বাইরে থেকেও এবং সরাসরি যুদ্ধে না থেকেও মুক্তিযুদ্ধের চেতনা ধারন করলেই মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি পেতে পারে ।

এই সংজ্ঞায়, ৭১ এ যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কিন্তু এখন তার চেতনা পরিবর্তন আসছে - সেও মুক্তিযোদ্ধার তালিকা থেকে খারিজ হয়ে যাবে ।

কাদের সিদ্দিকী এবং জিয়া এই তালিকায় পড়ে গেছেন ।

০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
205970
আনিসুর রহমান লিখেছেন : I hope very soon our illegal perlament going to pass a law, That only AL(আমবাশাহি) can get the licence to declear who is freedom fighter(মুক্তিযোদ্ধা) and who is রাজাকার !!!!
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
205971
কাহাফ লিখেছেন : এতো দিনে একটা কথার মত কথা হয়েছে। ডিজিটাল মুক্তিযোদ্ধার তালিকা তৈরী করতে হবে। আওয়ামী সব আদমী এই তালিকায় অবশ্যই থাকতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File