বি.বাড়িয়ায় র্যাবের বিরুদ্ধে মামলা নেয়ার আদেশ দেয়ায় বিচারক প্রত্যাহার!
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৭ জুন, ২০১৪, ১২:৩৬:৪৮ দুপুর
RAB বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের আদেশ দেয়ার পর দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহারকে আমলি আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম আদালতের কার্যালয় এক আদেশে নাজমুন নাহারকে প্রত্যাহার করে। এর ফলে কোনো মামলা বা অভিযোগপত্র গ্রহণ করা হবে কি-না সে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা হারিয়েছেন তিনি। তবে মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন ওই বিচারক। আগের দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যবসায়ী শাহনূর আলমের নিহতের ঘটনায় র্যাব(RAB)-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ নয় সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন তিনি।
গত মাসের প্রথম দিকে নিহত ব্যবসায়ী শাহনূরের ছোট ভাই মেহেদী হাসান গত রোববার জেলা আদালতে একটি হত্যা মামলা করেন। মামলায় র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিক ও উপ-পরিদর্শক মো. এনামুল হকের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাত পরিচয়ের র্যাব(RAB) সদস্য।
মুখ্য বিচারিক হাকিমের আদেশে বলা হয়, জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমলি আদালত থেকে প্রত্যাহার করা হলো। ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মোস্তাক আহমেদ সাহ্দানী স্বাক্ষরিত এ আদেশে নাজমুন নাহারকে প্রত্যাহারের সিদ্ধান্তটি ‘জনস্বার্থে’ নেয়া হয়েছে বলেও জানানো হয়।
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিটি ব্যক্তিকেই এভাবে মোকাবেলা করতে হবে, তবে হাস্যপদ, রসাত্মক পতন তাদের জীবনের জন্য হুলের চেয়েও মারাত্মক ব্যথা তৈরী করবে। যা কাউকে বলতে পারবেনা আবার সইতেও পারবেনা।
মন্তব্য করতে লগইন করুন