The Faith (বিশ্বাস/ অদৃশ্যের প্রতি বিশ্বাস)

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৪ মার্চ, ২০১৪, ১১:৫৩:৪৭ সকাল

ইসলাম যে পাঁচটি প্রধান স্তম্ভের উপর দাড়িয়ে আছে, তার অন্যতম বা প্রধান হল “বিশ্বাস বা অদৃশের প্রতি বিশ্বাস। ইসলামী বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় “ঈমান বা ঈমান বিল গায়েব”।

সাধারত কোন কিছুকে বিশ্বাস করার অন্যতম পূর্ব শর্ত হল তা দেখা, কেননা দেখার সাথে বিশ্বাসের রয়েছে একটি গভীর সম্পর্ক। দেখা মানেই বিশ্বাস অথবা বিশ্বাস মানেই দেখা। যখন কারো দৃষ্টি শক্তি কমে যায় তখন লেন্স(Lenses) ব্যাবহার করে আমরা আবার সবকিছু অগের মত দেখতে পারি। কিন্তু আমাদের দৃষ্টি শক্তি অসীম নয় বরং সীমিত। তাই আমরা কৃত্রিম লেন্সের সাহায্য বিভিন্ন যন্ত্র(Instrument) তৈরি করে তার সাহায়্য নিয়ে আমাদের জন্য ক্ষতি কারক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস/ব্যাকটেরিয়া দেখতে পারি। একই ভাবে কৃত্রিম লেন্সের সাহায্য তৈরি দূরবীক্ষণ যন্ত্রর সাহায্য নিয়ে আমরা লক্ষ কোটি মাইল দুরের মহাকশীয় বস্তুকে দেখতে পারি এবং বিশ্বাস স্থাপন করি। এই ধরনের দৃষ্টি ভঙ্গী হল বস্তুতান্ত্রিক দৃষ্টি ভঙ্গী। বস্তুতান্ত্রিকরা এর বাহিরে কোন কিছু দেখে না বা দেখতে পারে না, ফলে বিশ্বাসও করে না। কিন্তু মুমিনদের অবস্থা সম্পুন এর বিপরীত।

ইসলাম আপনাকে অন্ধভাবে বিশ্বাস স্থাপন করতে বলে না। ইসলাম এ “বিশ্বাস” মানে হ’ল –

ভালবাসার লেন্সে দেখা

আনুগ্যতের লেন্সে দেখা

কৃতগতার লেন্সে () দেখা

ইসলামীক “বিশ্বাস” দেখে ঐ সকল বিষয়কে যা বিশ্বাস ছাড়া দেখা যায় না।

ইসলামীক বিশ্বাস এমনি এক শক্তি যা আপনাকে বস্তুতান্ত্রিক দৃষ্টি ভঙ্গীর সীমানা অতিক্রম করে এমন বিষয়কে দেখাবে, যা বর্ণনা করা যায় না, যা সাধারণ চোখে দেখা য়ায় না।



বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186598
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:২৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
186757
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।
186759
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।
187110
০৫ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
আনিসুর রহমান লিখেছেন : Thanks বাংলার দামাল সন্তান এবং সজল আহমেদ to read my post and comments.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File