মুসলিম উম্মার ঐক্য এবং আমদের করনীয়

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২২ নভেম্বর, ২০১৩, ০৫:১৪:১৭ বিকাল

মুসলিম উম্মার ঐক্যর জন্য আমরা যতই চেস্টা করি না কেন তা কখনও সফল্যর মুখ দেখবে না, যতক্ষণ পযন্ত না আমরা অনৈক্যর মুল কারন গুল বুঝতে চেস্টা না করি। যখন আমরা মুসলিম উম্মার মধ্যকার অনৈক্যর মুল কারন গুল সফল্যর সাথে চিনহিত(Identify) করতে পারবো এবং তা থেকে বের হয়ে আসার জন্য কর্যকরি পরিকল্পনা(Strategy) তৈরি, করে তা বাস্তবায়ন করতে পারবো, ইনশাল্লাহ তখন মুসলিম উম্মার মধ্য ঐক্য খুব সহজেই তৈরি হয়ে যাবে।

বর্তমান সময়ে মুসলিম উম্মার অবস্থা সকল দিক থেকে বিবেচনা করলে, নিন্মের পাঁচটি গুরুত্বপুন বিষয় (Five Key Points) মুসলিম উম্মার ঐক্যর জন্য গুরুত্বপুন বলে আমি মনে করি, এ বিষয়ে আপনাদের মতামত দিন। হয়তো আমাদের এরূপ ছোট ছোট প্রচেষ্টার মধ্য দিয়ে এক সময় মুসলিম উম্মার অনৈক্যর মুল কারন গুল চিনহিত(Identify) করা সম্ভব হবে ও তা থেকে বের হয়ে আসার পথও(Strategy) পেয়ে যাবো এবং তাড়াহুড়া না করে ধৈর্যের সাথে তা ব্যাক্তি, পরিবার, সমাজ এবং সর্বপরি রাস্টীয় ভাবে বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ এক সময় মুসলিম উম্মার মধ্য ঐক্য খুব সহজেই তৈরি হয়ে যাবে।

একঃ আমরা যখন কোন বিতর্কিত বিষয়ের উপর আলোচনা করবো, তখন অবশ্যই তা ধৈর্যের সাথে করতে হবে। জোর করে নিজের বিশ্বস অপরের উপর চাপিয়ে দেওয়ার মত কাজ থেকে বিরত থাকতে হবে। মতভিন্নতা সত্বেও একে আন্যকে সস্মান করতে হবে, মুক্ত মনস্ক(Open minded) হতে হবে।

দুইঃ আমরা কোন মুসলিম ভাইকে তার অতীত কর্যকালাপের দ্বারা বিচার করবো না। কেননা তার অতীত কর্যকালাপ এর কি উদ্দশ্য(নিয়ত) ছিল, মুসলিম উম্মার ভালর জন্য, না খারাপের জন্য তা আমরা জানি না, একমাত্র আল্লাহ() তার মনের মধ্যে কি ছিল তা বিচার করতে পারে, কোন ভাবেই আমরা না।

তিনঃ ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমাদের এ বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে, কোন ভাবেই যেন আমরা আমাদের নিজস্ব মতবাদ বা বিশ্বাস প্রচার না করি বরং সকলে কুরআন ও সুন্নার আলোকে তা প্রচার করি এবং বিতর্কিত বিষয় গুল বর্জন করি।

চারঃ আমাদের সকল আলাপ আলোচনার উৎস হবে মুসলিম উম্মার প্রধান সমস্যা গুল অর্থাৎ মিশর, সিরিয়া, মায়ারমা ও বাংলাদেশ সহ মুসলিম দেশ গুলতে তাগুতি শক্তি কতৃক সধারন মুসলিম জনতার উপর নিপীড়ন নিযাতন। আমরদের দোয়াও হবে এই বিষয়গুল ফোকাস করে। কিন্তু কোন ভাবেই যেন আমাদের আলাপ আলোচনার উৎস অন্য মুসলিম ভাই কিংবা অপর ইসলামী দল বা গ্রুপ এর বিরুদ্ধে না হয়। বিশেষ ভাবে নাস্তিক- মুরদাত, ধর্ম নিরপেক্ষবাদীদের অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়ে কোন ভাবেই যেন তাদের কণ্ঠে কণ্ঠ না মিলাই ।

পাঁচঃ যে সকল নামধারী আলেম- ওলেমা অতি উৎসায়ের সাথে অন্য মুসলিম ভাই কিংবা অপর ইসলামী দল বা গ্রুপ এর বিরুদ্ধে “কাফের” ফাতুয়া দেয়, তাদের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে এবং কোন ভবেই তাদের কণ্ঠে কণ্ঠ মিলানো যাবে না।

মুসলিম উম্মার ঐক্যর জন্য আসুন আমরা সচেষ্ট হই। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুল এক সময় কাংখিত ফল বয়ে আনবে, ইনশাআল্লাহ্‌ ।

বিষয়: বিবিধ

১৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File