আসামের পত্রিকার রিপোর্ট- হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লি খরচ করবে ১০০০ কোটি রুপি সোমবার, ০৪ নভেম্বর ২০১৩ ,মানবজমিন
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৪ নভেম্বর, ২০১৩, ০৪:৩২:১৮ রাত
মানবজমিন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে চায় ভারত। এ জন্য বাংলাদেশের নির্বাচনে ভারতের কেন্দ্রীয় সরকার খরচ করবে ১০০০ কোটি রুপি। এরই মধ্যে এ ব্যয়ের প্রস্তাব পাস করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সমপ্রতি এ খবর দিয়েছে আসাম থেকে প্রকাশিত দৈনিক নববার্তা প্রসঙ্গ। ২১শে অক্টোবর প্রকাশিত ওই রিপোর্টের শিরোনাম ‘হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ নির্বাচনে দিল্লি খরচ করবে ১ হাজার কোটি!’ নয়া দিল্লি থেকে এ রিপোর্টটি লিখেছেন ভাস্কর দেব। ওইদিন এটি ছিল ওই পত্রিকার প্রধান সংবাদ। এতে বলা হয়, বাংলাদেশের পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালেটিক্যাল উইং (র)। গত নির্বাচনে এ খাতে ভারত সরকার খরচ করেছে ৮০০ কোটি রুপি। এবার তা ২০০ কোটি বেড়ে দাঁড়িয়েছে ১০০০ কোটি রুপি। এতে আরও বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইন্দিরা গান্ধী সৃষ্ট ‘র’-এর মাধ্যমে প্রতি নির্বাচনে দিল্লি সমর্থিত দলের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়। এ ধারা এখনও অব্যাহত আছে। রিসার্চ অ্যান্ড অ্যানালেটিক্যাল উইংয়ের বাংলাদেশের ইনচার্জ ও সিনিয়র অফিসার বিবেকানন্দ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০১৪ সালে ভারতের নির্বাচন যতখানি গুরুত্বপূর্ণ, ঠিক ততখানি বাংলাদেশের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, ঢাকায় কারা ক্ষমতায় বসবে তার ওপর ভারতের অনেক কিছু নির্ভর করছে। আমাদের ভুলে গেলে চলবে না ২০০১ সালের অক্টোবর মাসের স্মৃতি। নির্বাচনের ঠিক তিন মাস আগে পাকিস্তানের মদতে জামায়াত-বিএনপি সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের ওপর কি অবর্ণনীয় অত্যাচার চালিয়েছিল। গণধর্ষণ থেকে গুপ্তহত্যা, মন্দির ধ্বংস থেকে বাড়িঘর জ্বালানো কিছু বাদ যায়নি। এবারও তার পুনরাবৃত্তি ঘটিয়ে ক্ষমতায় ফিরতে চাইছে বিএনপি-জামায়াত জোট ও তাদের দোসর হেফাজত। আমরা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি।
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন