মেটেরিওয়ালিস্ট
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২২ মে, ২০১৩, ০৪:৫৩:৫৪ বিকাল
মেটেরিওয়ালিস্ট শুনেনা শান্তির বানী
তারা শুনে শুধু ফেতনা ফাসাদ
বোমা, গুলি, আর অস্ত্রের ঝন ঝনানী।
মেটেরিওয়ালিস্ট বলেনা সত্য সুন্দর বচন
বরং ক্ষনে ক্ষনে থামিয়া থামিয়া বলিতেছে দিবা-রাত্র
উংগী –মংগী-জঙ্গি আর এইবাদ-ঐবাদ- মৌলবাদ।
মেটেরিওয়ালিস্ট মানেনা যুগে যুগে দেশ দেশ
কোরআনের আলো আনিয়াছে, শান্তী-সমৃধি-উন্নয়ন
ইতিহাসের পরতে পরতে দেশ দেশ
যার নজির রহিয়াছে ভুরি ভুরি।
মেটেরিওয়ালিস্ট দেখেনা প্রতিদিন বিজ্ঞানের এলেম
সংগোপণে বলছে শুধু কোরআনেরই জয় জয়।
মেটেরিওয়ালিস্ট ভাবেনা যাহা কিছু তারা জানে
তার বাহিরেও অনেক অনেক অজানা আছে।
মেটেরিওয়ালিস্ট বুঝেনা এই ধরার বুকে
অন্ধকারটা দূর করে কল্যাণে পথটা যে আনে
সে যে কোরআনেরই আলো।
মেটেরিওয়ালিস্ট জানেনা অবশেষ জয়ী হবে
এই ধরার বুকে মুমিন-মক্তাকী
এ যে কোরআনেরই বানী।
আনিসুর রহমান, সিডনি,অস্ট্রেলিয়া
বিষয়: সাহিত্য
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন