ম্যাটেরিওয়ালিস্ট এবং একটি ফুল শাপল

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৯ মে, ২০১৩, ০৭:১৯:৫৪ সকাল



ম্যাটেরিওয়ালিস্ট কেন অন্ধকার ভালোবেসে

২৫ শে মার্চ এর অন্ধকার কালো রাতে

অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে এই বাংলাদেশে???

নিরস্ত্র জনতার মাঝে, “পাক হানাদার” নামে

জনতার রক্ত নিয়ে হোলি খেলায় উঠে মেতে!

অতঃপর অবধারিত ভাবে পরাজিত হয়ে হাটে।

স্বাধীনতা, একটি পতাকা এবং একটি ফুল শাপলা

অনেক রক্তের বিনিময়ে পাই আমরা

শাপলাটা ছড়াবে সৌরভ দেশ-বিদেশে

নিশ্চিতরূপে, ভেবে ছিনু মনে মনে।

তবে কেন বর্ণচোরা ম্যাটেরিওউয়ালিস্টরা জেগে উঠে

আবার এই বাংলাদেশে বেয়াল্লিশ বছর পর???

৫-ই মে এর অন্ধকার রাতকে আরো অন্ধকার করে

অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে নিরস্ত্র জনতার মাঝে

“পাক হানাদার” নয় অন্য এক নামে

গুরুদের চেয়েও ভয়ংকর ভাবে!

আলেমদের রক্ত নিয়ে হোলি খেলায় উঠে মেতে !

রক্তাক্ত করে দেয় প্রিয় ফুল শাপলাটাকে।

জানি তারাও হেরে যাবে এক দিন

হেটে যাবে পাক হানাদারদের মত করে

শুধু রয়ে যাবে ইতিহাস হয়ে স্মৃতির অতল গহ্বরে

শাপলাটাও ছরাবে সৌরভ দেশ-বিদেশে

বিষয়: সাহিত্য

১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File