রিমাণ্ডের দেশ বাংলাদেশ

লিখেছেন লিখেছেন মুহাম্মদ সেলিম ২২ মে, ২০১৩, ০৮:১২:০০ সকাল

কে বেশি অপরাধী? যার লোভের কারণে প্রাণ হারালো ১১২৭জন মানবসন্তান সে সোহেল রানা। যাদের উস্কানীর কারণে হেফাজত দেশের রাজনীতিক পরিস্থিতি উত্তপ্ত করলো সে কতিপয় ব্লগার। নাকি ধর্মবিশ্বাসের কারণে প্রতিবাদে নেতৃত্ব দেয়া একজন বয়স্ক আলেম। আপাতত মাওলানা বাবুনগরীই এগিয়ে আছেন।

রাজশাহীতে গ্রেপ্তারকৃত প্রকোশলীর মেয়েকে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননীয় আদালত। নাশকতার অভিযোগে বাবা এবং ভাইয়ের সাথে গ্রেপ্তারকৃত এই মেয়ের বয়স ১৯ বছর। সে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছিল এবং এবার এইচএসসি পরিক্ষা দিচ্ছিল। তাদের বাসায় কুরআন হাদিসের বই পাওয়ায় নাশকতার সন্দেহ পাকাপোক্ত হয়েছে প্রশাসনের কাছে। এই খবরে আমি অবাক হইনি। মুক্তিযুদ্ধের সময় ১৮ বছর বয়সী কামারুজ্জামানকে কিছুদিন আগেই এরকম একটি মহামান্য আদালত নানা ভয়াবহ অভিযোগে ফাঁসি দিয়েছে। ১৮ বছরের কামারুজ্জান বদর বাহিনীর গং বেগং হতে পারলে ১৯ বছরের এইচএসসি পরীক্ষার্থীও নাশকতার অভিযোগে গ্রেপ্তার হতে পারবে। এবং বিজ্ঞ আদালতও ৭দিন,১০দিন,১৪দিনের রিমান্ড মঞ্জুর করতে পারে। কিন্তু এইসব খবর শুনে, মাঝে মাঝে মনে বিদ্রোহের আগুন জ্বলে উঠে। আবার ইসলাম পন্থিদের উপঅর বিশ্বব্যাপী নির্যাতনের অবস্থা দেখলে সাহসে বুকবাদী

বাংলাদেশ আজ রিমাণ্ড ও নির্যাতন কারী দেশ।

Share this:

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File