কী শোভা! কী মায়া! সত্যি-ই হৃদয় আকুল করা

লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ১৯ জুন, ২০১৩, ০২:১২:৩৬ দুপুর

রোজনামচার পাতা থেকে:

বড় আপুটা যে কী!

আস্ত একটা সন্দেশ।দিল্লিকা লাড্ডু।গুলগুলা।মাঝে-মধ্যে ইচ্ছে করে এক্ষনি খেয়ে ফেলি।

আর তামরিনটা?

একটা শয়তান।ফাজিল।আমাকে মোটেও ভালবাসে না।একটু গেমস্ খেলতে বসলেই আম্মুকে বলে দিবে।

আজ ভাইয়ার সাথে মসজিদে কুবাতে গেলাম নামাজ পড়তে ।সেখানে নার্সারিতে ইয়া বড় বড় ফুল দেখে ত আমি ‘থ’। কী সুন্দর! অবাক করা! মনোমুগ্ধকর! ঠিক বড় আপুর মাথার খোঁপার মতো। বিশ্বাস করো,আমি এর চাইতে দৃষ্টিনন্দন ও ভাললাগা আর কোথাও দেখি নি।কী দারুন!কী শোভা!কী মায়া!সত্যি-ই হৃদয় আকুল করা।

নামাযে গেলাম বলে আম্মু এবং আপু অনেক খুশি হয়েছেন

আমাদের ছোট্ট দুষ্টমনির লেখা। তার ডাইরী থেকে।

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File