বাংলাদেশ সরকারের অতিমাত্রা ভারত প্রীতীর এই কি প্রতিদান?????

লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ২৫ মে, ২০১৩, ০২:৪৮:১৮ দুপুর

বন্ধু রাষ্ট্র ভারতে পেটের দায়ে খাটতে যাওয়া ৬০ যুবতীকে ২ বছর পর মুক্তি দিল ভারত সরকার। দরিদ্র দেশের দরিদ্র মানুষের উপর এই ভারতের বন্ধুসূলভ আচরণ? ‘নিজেদের নদী-বন্দর শুকিয়ে আমরা তাদের পানি দিলাম, এমনকি চুক্তিমত প্রাপ্য পানি না-পাওয়ার কষ্টও মেনে নিলাম। কাঁটাতারের উপর ফালানির ঝুলন্ত লাশ! তাও বন্ধুত্বের ‘দাম’ মনে করে শুধু অশ্রুপাত করলাম।’ আর তারা কি আমাদের এই প্রতিদান দিচ্ছে/দিবে? তারা তো সেখানে কাজ করতে গিয়েছিল? তাদের কাজ করতে না দেওয়া হলে তখনই ফেরত পাঠাতে পারতো। কিন্তু ২ বছর আটকে রাখাকে ‍যুক্তি সঙ্গত হলেও আমি মানতে পারছি না। কারণ বাংলাদেশ সরকারের অতিমাত্রা ভারত প্রীতীর কারণে আমরা এই চাইতে বেশি অবশ্যই আশা করতে পারি।

বিষয়: বিবিধ

১৫১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File