মন্ত্রীর বউ বলে এই ক্ষমতা?

লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ২৩ মে, ২০১৩, ০১:৩০:৩৪ রাত

মন্ত্রীর বউ বলে এই ক্ষমতা? কে দিয়েছে এই ক্ষমতা? নোটিশ তো অবশ্যই দেয়া দরকার ছিল। আর আপনি যদি ফুল হাতা ড্রেস পড়তে পছন্দ না করেন তাহলে ভর্তি ফরমে তা ‍উল্লেখ করা দরকার ছিল। তা কি আছে? ক্ষমতার মসনদে বসে এসব অবিবেচক কাজ জাতী মেনে নিবে না। ইভটিজিং রোধে যখন পুরো জতি বদ্ধপরিকর তখন আপনি কি একজন নারী হয়ে অরেক নারীর সভ্রমে আঘাত করছেন। ছিঃড. উম্মে সালেমা বেগম, ছিঃমাহবুবা খানম কল্পনা। ধিক্কার তোদের নারী জাতির কলঙ্ক।

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File