গল্পের শুরু আছে কিন্তু শেষ নেই।

লিখেছেন লিখেছেন স্বাধীনতার গল্প ১৬ মে, ২০১৩, ০৭:৩১:৪৬ সন্ধ্যা

০১। ইদানিং আমি খুব ভাল আছি কেনো জানি না। এই কয়েকদনি আগের কথা- আমার এক আত্লীয়ের বাসায় দাওয়াত দিয়েছে। আমার এক প্রিয় শ্যালকের সুন্নতে খাতনা। শশুর বাড়ীর আত্মীয় বলে কথা। না জাওয়ার চিন্তা তো মাথায় রাখতেই পারি না। যদিও কর্মস্থল থেকে ছুটি পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। সকালেই আমার তুতলা শ্যালক ফোন দিয়েছে তার আপার মোবাইলের মাধ্যমে দুলাভাই এখনও আইলেন না কেন? তাড়াতাড়ি আসেন আমি আপনার জন্য বইসা আছি...

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File