পূরুষ শাসিত সমাজ চাই

লিখেছেন লিখেছেন বাপের বড় পোলা ১৯ মে, ২০১৩, ০২:২৮:০১ দুপুর

টিভি তত একটা দেখা হয় না । সারাদিন হয় ফেবু না হয় মোবাইল বা কম্পিউটারে গেম খেলে সময় পার করে দেই । তাই বিশ্বে কি হয় সেটার বেশীরভাগ অজানা থেকে যায় । বাসায় মোটামুটি কেউ নেই , তাই মন চাইল একটু টিভি দেখি । একটার পর একটা চ্যানেল পাল্টাইতেছি আর পাল্টাইতেছি কোন চ্যানেলই ভাল লাগতেছিল না । হঠাৎ RTV তে একটা সংবাদ দেখে আতঁকে উঠলাম । খবরটা এরকমঃ

এখন দেখবেন গত সপ্তাহে রাজনীতিবিদদের কিছু গুরুত্বপূর্ন কথা । ( আমার কাছে কোন কথা মনে হয় নাই মনে হইছে এক একটা ডিপজল মামার ডায়ালগ )

বি, এন, পি, র নেতাঃ দেশের 90 ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় । কিছুদিন পূর্বে একটা পত্রিকায় এ ব্যাপারে জরিপ করা হয়েছে সে পত্রিকায় এ সংবাদ উঠে এসেছে ।

শেখ হাসিনাঃ কোন একটা পত্রিকায় একটা সংবাদ ছাপায়া দিল আর বলে দিলে হইল । আমরাতো জানি সে পত্রিকার মান , গ্রহযোগ্রতা কতটুকু । ( মনে হয় পত্রিকার নামটা বলেছিল প্রথম আলো )

আবার আরেক জনঃ সরকার হল রাজা , আর আমরা হলাম প্রজা । প্রজারা কিভাবে রাজার অধীনে নির্বাচন করতে পারবে । আগে রাজার সিংহাসন ছেড়ে প্রজা হউন তারপর নির্বাচনের কথা বলুন ।

ভাই কি আর কমু দুঃখের কথা দেশে যে দুই ডাইনী রয়েছে যতদিন পর্যন্ত তারা থাকবে ততদিন আমরা প্রজাই থেকে যাব । আর জানেনইতো প্রজাদের স্থান কোথায় ।

আমরা নারী শাসিত সমাজ চাই না আমরা চাই পূরুষ শাসিত সমাজ ।

জয় বাংলা

ডাইনী সামলা ।।।

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File