হাসিনা - এরশাদ গোপন বৈঠক
লিখেছেন লিখেছেন এন আলম ০৭ জুলাই, ২০১৩, ০৬:২২:৩৪ সন্ধ্যা
সময়- ০৪-০৭-২০১৩ দুপুরের আগে
হাসিনাঃ এরশাদ সাহেব, কেমন আেছেন?
এরশাদঃ জি ম্যাডাম খুব একটা ভাল নাই।
হাসিনাঃ কেন?
এরশাদঃ মহাজুটে যোগ দিয়া আমার কোন লাভ হয়নাই।
হাসিনাঃ কি বলেন !!!!!!! এই সারে ৪ বসর নিশচিন্তে কাটাইলেন। তবু ভাল নাই।
যাই হোক কাজের কথায় আসি, বিগত ৪ টি সিটি করপোরেশন নিরবাচনে হেরে আমরা কিন্তু খুব চাপে আছি।
এরশাদঃ চাপ কিছুটা আছে আর কি।
হাসিনাঃ তো আপনি মহাজুটে থেকে আজমত কে শুধু দোয়া দিলেন আর মান্নান কে দোয়া এবং সমরথন দিলেন কেন?
এরশাদঃ আমি দুজন কেই দোয়া দিয়েছি।
হাসিনাঃ তো মাম্মান সাহেব বললেন আপনি তাকে দোয়া এবং সমরথন দিয়েছেন। যাই হোক আপনাকে এখন সংবাদ সম্মেলন করে আজমত কে সমরথন দিতে হবে এবং গাজীপুরের আপনার দলের লোকজনকে এই মূহোরত থেকে আজমতের জন্য কাজ করতে হবে।
এরশাদঃ না ম্যাডাম,এখন আর এটা বলা যাবেনা। যেহেতু এটা আঞ্ছলিক নিরবাচন তাই আঞ্ছলিক নেতা-করমিরা যাকে খুশি সমরথন দিতে পারে, এতে আমার কোন হাত নাই।
হাসিনাঃ আপনি দলের সভাপতি, আপনার কথাতেই সব হবে। আপনি গাজীপুরের আপনার লোকজনকে চাপ দেন মহাজুটের জন্য কাজ করতে।
এরশাদঃ এ সম্ভব না।
হাসিনাঃ ও বুজেছি, সুজা আঙ্গুলে ঘি উঠবেনা। আঙ্গুল বাকা করতে হবে।
এখনো কিন্তু ৩ মাসের উপর খমতায় আছি। আগে জেল খাটছেন, এখন একটা যুদ্ধাপরাধীর মামলা দিয়া কিন্তু ফাসিতে ঝুলাইয়া দিমু।
এরশাদঃ না ম্যাডাম এই কাজ করবেন না। আমারে নিয়া ত এই সারে ৪ বসর খুব খেল্লেন। এখন রেহাই দেন।
হাসিনাঃ কোন কথা শুনতে চাইনা। মাথা গরম এখন। যে কোন মূল্যে গাজীপুরে জয় চুরি করতে হবে। তারাতারি সংবাদ সম্মেলন করেন।
এরশাদঃ সংবাদ সম্মেলন করে কোন লাভ হবেনা, জনগন ঘাস খায়না, জনগন বুঝে আপনার কূটনীতিক চাল। তবে আমি আপনার সাথে আর একটা সমঝুতাতে আসতে পারি।
হাসিনাঃ কি সমঝুতা?
এরশাদঃ আপনি তত্তাবধায়ক সরকার দিবেন না , এতে আমি হব প্রধান বিরুধী দল। আর ৩০০ আসনের নিরবাচনের খরচটা আপনাকে দিতে হবে।
হাসিনাঃ না এত দেয়া যাবেনা। ১০০ আসনের খরচ দিতে পারি।
এরশাদঃ না ম্যাডাম, এত কমে হবেনা। ২০০ আসনের নিরবাচনের জন্য ২০০ কোটি টাকা চাই। হলমারক, শেয়ারবাজার, পদ্দা সেতু, রানা প্লাযা ইত্তাদির মাদ্দমে অনেক কামাইছেন । এবার কিছু আমারে দেন।
হাসিনাঃ ঠিক আসে ১৫০ কোটি টাকা পাবেন। এখন তারাতারি সংবাদ সম্মেলন করেন।
এরশাদঃ ঠিক আছে ম্যাডাম.........।
দুপুর ২ টা
সংবাদ সম্মেলন ও আজমত কে এরশাদের সমরথন
ফলাফল
অধ্যাপক এম এ মান্নান ১০৬৫৭৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ী।
বিষয়: রাজনীতি
১৫৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন