মিথ্যা মামলা দিয়ে লুট, অর্ধকোটি টাকারও বেশী সম্পদ !!

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ছেলে ১৭ অক্টোবর, ২০১৪, ০৯:৩৬:৪১ রাত

মিথ্যা মামলা দিয়ে লুট অর্ধকোটি টাকারও বেশী সম্পদ !!

একমাস আগে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে ব্যাপক লুট চালিয়েছে আম্লীগের পাতি নেতা ও চ্যালা প্যালারা ৷

২৪জনের বিরুদ্ধ মামলা করলেও দোষীরকে আসামী করা হয় নি ৷ উক্ত এলাকার জামায়াত-বিএনপিমনা প্রায় সব নেতা কর্মীকে আসামী করা হয়েছে ৷

এজহারভুক্ত আসামীরা নিজেদের রক্ষার্থে পলাতক রয়েছে ; সেই সুযোগেই আম্লীগের চ্যালা-প্যালারা বড়ী-ঘর ও ব্যাবসায় প্রতিষ্ঠান লুট করে ভাগ বন্টন করে নিয়ে গেছে ৷

এসব সন্ত্রাসী তান্ডবের বিরুদ্ধে নেই কোন প্রশাসনিক প্রতিক্রিয়া ৷

সন্ত্রাসী তান্ডব কবলীত মানুষের আর্তনাদ শোনারমত সময় জাতীর নেই !!

আজব সেই জাতী…!

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File