:P “মখার” মত “মখামী” :P
লিখেছেন লিখেছেন নীলীমা ০৭ মার্চ, ২০১৪, ০৮:০৬:৪২ রাত
আস্তে আস্তে সবাই দেখছি মখা হয়ে যাচ্ছে!:P
কমেন্টের তালিকায় প্রথম হওয়ার জন্য সবাই কমেন্ট প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে গেছে সবাই; কমেন্ট করার ধরন -“অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ”, “কয়েকটা ফুল আর পাতার ইমু”, “শুভ কামনা রইল”, “পিলাচ”, “ভালো লিখেছেন” তার সাথে ইমু তো আছেই! সব রকম পোষ্টে কমেন্ট একই রকম! এ যেন এক অসাধারণ নিরব প্রতিযোগিতা! কোন পুরস্কার নাই, তারপরও মখার মত ‘মখামী’ করতেছে সবাই..
জনাবরা এই তালিকায় উঠতে পারলে কোন সওয়াব আছে নাকি? দয়া করে আামাদেরকে জানালে আমরাও এই কমেন্ট প্রতিযোগিতায় লিপ্ত হবো, আমাদেরও বহুত ফায়দা হতে পারে....
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ কি সব কিছু সওয়াবের জন্য করে?
*
আমি জানি-
মুমিন মাত্রেই সবকিছু সওয়াবের জন্য করে! কারণ তার জীবনটাই সওয়াব কামাইএর জন্য!
যে কাজে গুণাহ নেই সেটাই সওয়াবের কাজ- যদি তেমন নিয়্যতে করা হয়!
আমি এবং আমার মত অসংখ্য মানুষ ফেসবুক-ব্লগে শুধুমাত্র সওয়াব কামাইএর উদ্দেশ্যেই বিচরণ করি!
এসব এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সমাজের সাথে যুক্ত থেকে ভালো কাজের চেষ্টা করা অবশ্যই সওয়াবের কাজ!
****
@নীলীমা: আপনি ব্যাপারটাকে নেতিবাচক চোখে দেখেছেন-
যদি ইতিবাচক দিকটা দেখতে চেষ্টা করতেন তবে আরো সুন্দর হতো!
একটি পোস্টে সংক্ষিপ্ত কথায় মন্তব্য করাও কম গুরুত্বপূর্ণ নয়! যাঁরা এমনটা করছেন তাঁরা হয়তো সবার পোস্টে হাজিরা ও মন্তব্য দিয়ে সুসম্পর্ক তৈরী ও ্উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন-
এটাকে নেতিবাচক ভাবা কি তাঁদের নি্য়্যতের উপর আক্রমন হয়ে যায়না??
আসলে আমাদের উচিত সবকিছুকেই পজিটিভ এপ্রোচে ভাবা, দেখা, চিন্তা করা ও বলা/লেখা!
আশা করি সবাই তাঁদের কাজকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াবের আশায়- এভাবে নি্য়্যত করে নিবেন!
আল্লাহতায়ালা তাওফীক দিন!
মন্তব্য করতে লগইন করুন