অনেক চিন্তাভাবনা করে একটা কবিতা লেখার চেস্টা করলাম কেমন হয়েছে জানাবেন.. এটিই আমার জীবনের প্রথম
লিখেছেন লিখেছেন মতিনউদ্দিন সিদ্দিকী ২৪ মে, ২০১৩, ০২:০৪:০৪ দুপুর
অনেক চিন্তাভাবনা করে একটা কবিতা লেখার চেস্টা করলাম কেমন হয়েছে জানাবেন.. এটিই আমার জীবনের প্রথম
অসীম বিষাদপূর্ন হৃদয়ে
বসিয়া ভাবি হায় !
মুসলিম জাতি ডুবেছে আজিকে
দুখে দুর্দশায়।
পদতলে এই মুসলিমজাতি
ইহুদি করে রাজ..
নাশারার দল ছলনা খুজিছে
দলিতে দ্বীনি তাজ।
'দ্রোণ'-আঘাতে মুসলিম যুবা
হতেছে শহীদান..
রক্তপীপাসু কাফিরের দল
গাহিছে জয়গান।।
''আকসা'' আজিকে ইহুদি দখলে
শরমে মরি তাই !
কতশত 'বাবরী' ধ্বংশ হলো
আগুনে হলো ছাই !
মুসলিম-মাঝে শতেক বিভেদ-
করিতেছে লড়াই,
হানাহানি করে মরিতেছে সবে-
ভাই মারিছে ভাই।
শিয়া-সুন্নির বিভেদ করেছে-
'হীন-মুসলমান।
মুসলিম-দেশ সকলে হয়েছে-
যুদ্ধের-ই ময়দান।।
মুসলিম মাঝে আজি জরুরাত্
নতুন কোনো বীর,
যার পদতলে থাকিবে পড়িয়া
শয়তানের-ই শির।
যার বলে পাবে মুসলিমজাতি
নিজ জানেতে জান,
বুক বড়ো করে পারিব বলিতে
"মোরা মুসলমান"।।
বিষয়: সাহিত্য
১৬৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন