মা কে ভালোবাসতে কোন দিন বা সময় লাগে না।

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১০ মে, ২০১৫, ১২:০৪:২২ দুপুর

আজ বিশ্ব মা দিবস, আজ প্রায় বিশ্বের সব দেশেই মা দিবস পালন করা হবে। কিন্তু আজকের মত যদি সারা পৃথিবীর মানুষ তার মাকে ভালোবাসতো তাহলে এই পৃথিবীতে কোন বৃদ্ধাশ্রম থাকতো না। রাস্তায় দাড়িয়ে কোন মাকে ভিক্ষা করতে হতো না। আর পশ্চিমা দেশ গুলুতে প্রায় ৯০ শতাংশ ছেলেমেয়ে তাদের প্রকৃত মা বা বাবাকে চিনেনা। এইসব ছেলে মেয়েদের জন্য এইসব দিবস। অন্তত বছরে এক দিন জেনো তারা তাদের মা'কে স্মরণ করতে পারে বা মায়ের সাথে কিছু সময় কাঁটাতে পারে তাই তাদের জন্য এইসব দিবস। বাংলাদেশে এমন লাখো মা আছে যারা আজ জানেনা আজ বিশ্ব মা দিবস। এমন হাজার ছেলেমেয়ে আছে যারা জানেনা আজ বিশ্ব মা দিবস। তারা কি তাদের মা'কে ভালোবাসে না? অনেকই ভালোবাসে আবার অনেই ভালোবাসে না। এমন অনেক ছেলে মেয়ে আছে যারা আজ ফেসবুক, ব্লগে মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প পোস্ট করবে কিন্তু বাস্তবে তাদের অনেকেই মায়ের খবর নেয়না। আবার মায়ের সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করে থাকে। তাই আমাদের দেশের ভাই বোনদেরকে বলবো যে মাকে ভালোবাসতে কোন দিন লাগেনা। প্রতিটা সেকেন্ডে মাকে ভালোবাসা যায়।

বিষয়: বিবিধ

১৯১৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319195
১০ মে ২০১৫ দুপুর ১২:৩৪
হতভাগা লিখেছেন : এত ভালবাসার মানুষ ! সবাইকে তো একসাথে একই দিন ভালোবাসা যায় না !

তাই প্রত্যেকের জন্য দিন ফিক্সড করে দেওয়া হয়েছে ।
১০ মে ২০১৫ দুপুর ০২:১০
260333
মাজহারুল ইসলাম লিখেছেন : কেনো সবাইকে একই দিনে ভালোবাসা যায় না? আর ভালোবাসাতে কি কয়েক ঘণ্টা লাগে?
319319
১০ মে ২০১৫ রাত ১১:৩৩
নীলাঞ্জনা লিখেছেন : ১১ই মে কোরাণ দিবস কেন?
১১ মে ২০১৫ বিকাল ০৪:৪৯
260518
মাজহারুল ইসলাম লিখেছেন : ১৯৮৫ সালের ১০ই এপ্রিল পদ্মমলচোপরা ও শীতল সিং নামের দুই ব্যক্তি কলকাতা হাইকোর্টে বিচারপতি মিসেস খাস্তগীরের আদালতে কোরআনের সকল আরবী কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার আবেদন জানিয়ে একটি রীট আবেদন করেন। এর প্রেক্ষিতে ১২ই এপ্রিল ’৮৫ বিচারপতি তিন সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেন। এ খবর ছড়িয়ে পড়লে ভারতসহ সারা বিশ্ব প্রতিবাদমুখর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ১১ই মে বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহে এক প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়। শান্তিপূর্ণ এ সমাবেশে কুখ্যাত ম্যাজিস্ট্রেট ওহেদুজ্জামান মোল্লার নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে কোরানপ্রেমিক ০৮ জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়।

এরপর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১১ই মে কোরআন দিবস হিসেবে পালন করে যাচ্ছে।
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২০
260532
নীলাঞ্জনা লিখেছেন : কোরাণকে ভালোবাসতে কোন দিন বা সময় লাগে না।
১২ মে ২০১৫ রাত ০১:৩৩
260589
মাজহারুল ইসলাম লিখেছেন : আমি কি বলেছে কোরআনকে ভালবাসতে দিন বা সময় লাগে? আর আমি ব্যাক্তিগত ভাবে কোন দিবস পালন করি না? আর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভাইয়েরা প্রতিদিন কোরআন এবং হাদিস অধ্যায়ন করে থাকে শুধু শুধু লোক দেখানোর জন্য এক দিন পালন করে না।
১২ মে ২০১৫ সকাল ০৫:৫৩
260613
নীলাঞ্জনা লিখেছেন : আপনার ছাত্রশিবিরের ভাইয়েরা প্রতিদিন কোরআন হাদিস পড়ে আর সামান্য সুযোগ পেলেই পেট্রল বোমা ছুড়ে মারে, মানুষের রগ কাটে। ধন্যবাদ।
১২ মে ২০১৫ দুপুর ১২:৩০
260656
মাজহারুল ইসলাম লিখেছেন : একটা সত্য কথা বলবেন? আপনি কোন দিন দেখেছেন ছাত্রশিবিরের ভাইয়েরা কারো রগ কাটতে? বা পেট্রোল বোমা মারতে?
আশা করি সঠিক উত্তর দিবেন।
319430
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
নীলাঞ্জনা লিখেছেন : পশ্চিমা বিশ্বে কারো বাবা-মা রাস্তায় দাড়িয়ে ভিক্ষা করে না। বরংচ বাংলাদেশর মত ৯০% মুমিন মুসলিমের দেশেই বৃদ্ধ বাবা-মা রাস্তায় দাড়িয়ে ভিক্ষা করে। ধন্যবাদ।
১২ মে ২০১৫ রাত ০১:৩৫
260590
মাজহারুল ইসলাম লিখেছেন : বাংলাদেশে যদি প্রকৃত ৯০ শতাংশ মুসলমান থাকতো তাহলে তাহলে আওয়ামীলীগ নামের জঙ্গল কোন দিন ক্ষমতায় থাকতো না।

জাজাকাল্লাহু খাইরান।
১২ মে ২০১৫ সকাল ০৫:৫৮
260614
নীলাঞ্জনা লিখেছেন : তাহলে বুঝা গেল আপনার আল্লা মাইনকা চিপায় পরে গেছেন। ৯০ শতাংশ মুসলমানের বাংলাদেশে ১ শতাশংও আল্লাবাজ শিবিবের পক্ষে নেই।
১২ মে ২০১৫ সকাল ১১:৫০
260641
একটি সকাল লিখেছেন : বিভিন্ন জায়গায় একই মন্তব্য করেন কেনো? মাথায় লোড মন্তব্য করতে বসবেন না। কি আলোচনায় কি প্রসঙ্গ টেনে আনলেন?
ইসলামে দান কে উৎসাহিত করেছে আর ভিক্ষা অনুৎসাহিত করেছে। তবে নিতান্তই গরিব,মিসকিন অন্ধ প্রতিবন্দিদের তো একটা পথ থাকা চায়। জাকাত, ফিতরা এবং আমাদের দেওয়া দানে কোনরকম বেঁচে আছে। এটা যদি না থাকতো বুঝতে পারছেন অন্ধ প্রতিবন্দিদের কি হতো। নিশ্চয় উত্তর পেয়েছেন। হিন্দু,বোদ্ধ, খ্রিস্টানদের মধ্যে ভিখারি না থাকায় ধন্যবাদ
১২ মে ২০১৫ দুপুর ১২:৩৫
260661
মাজহারুল ইসলাম লিখেছেন : আল্লাহ মাইকা চিপায় পড়ে নাই, আল্লাহ তার বান্দাদের পরিক্ষা করতেছে এইসব সমস্যার মাধ্যমে।

আর এইসব ফালতু কথা বার্তা আমার পোষ্টে না বলা ভালো।
@নীলাঞ্জনা
319621
১২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মা দিবস আমার জন্য নয়...
এই সমস্ত মা দিবস, বাবা দিবস...এগুলো হচ্ছে ঐ সমস্ত সন্তানদের জন্য, যারা সারা বছর মা বাবার খোঁজ নেয় না, বৃদ্ধ বয়সে পশ্চিমাদের মত নিজের গর্ভধারিণী মা কে বৃদ্ধাশ্রমেও রেখে আসতে দ্বিধাবোধ করেনা, শুধু বছরে একটা দিন তাদের নিয়ে দরদ দেখায়। আমি আমার মা কে ৩৬৫ দিনই ভালবাসি, আমার মা আমার জান্নাত। একজন মুসলিম হিসেবে পশ্চিমাদের এই দিবস কে আমি গ্রহন করতে অপারগ। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো
১২ মে ২০১৫ রাত ০৮:০৩
260729
মাজহারুল ইসলাম লিখেছেন : আমি আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি কারন আমার মায়ের মাধ্যমে আল্লাহ আমাকে এই জীবন দিয়েছেন।

জাজাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File