মা কে ভালোবাসতে কোন দিন বা সময় লাগে না।
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১০ মে, ২০১৫, ১২:০৪:২২ দুপুর
আজ বিশ্ব মা দিবস, আজ প্রায় বিশ্বের সব দেশেই মা দিবস পালন করা হবে। কিন্তু আজকের মত যদি সারা পৃথিবীর মানুষ তার মাকে ভালোবাসতো তাহলে এই পৃথিবীতে কোন বৃদ্ধাশ্রম থাকতো না। রাস্তায় দাড়িয়ে কোন মাকে ভিক্ষা করতে হতো না। আর পশ্চিমা দেশ গুলুতে প্রায় ৯০ শতাংশ ছেলেমেয়ে তাদের প্রকৃত মা বা বাবাকে চিনেনা। এইসব ছেলে মেয়েদের জন্য এইসব দিবস। অন্তত বছরে এক দিন জেনো তারা তাদের মা'কে স্মরণ করতে পারে বা মায়ের সাথে কিছু সময় কাঁটাতে পারে তাই তাদের জন্য এইসব দিবস। বাংলাদেশে এমন লাখো মা আছে যারা আজ জানেনা আজ বিশ্ব মা দিবস। এমন হাজার ছেলেমেয়ে আছে যারা জানেনা আজ বিশ্ব মা দিবস। তারা কি তাদের মা'কে ভালোবাসে না? অনেকই ভালোবাসে আবার অনেই ভালোবাসে না। এমন অনেক ছেলে মেয়ে আছে যারা আজ ফেসবুক, ব্লগে মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প পোস্ট করবে কিন্তু বাস্তবে তাদের অনেকেই মায়ের খবর নেয়না। আবার মায়ের সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করে থাকে। তাই আমাদের দেশের ভাই বোনদেরকে বলবো যে মাকে ভালোবাসতে কোন দিন লাগেনা। প্রতিটা সেকেন্ডে মাকে ভালোবাসা যায়।
বিষয়: বিবিধ
১৯১৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই প্রত্যেকের জন্য দিন ফিক্সড করে দেওয়া হয়েছে ।
এরপর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১১ই মে কোরআন দিবস হিসেবে পালন করে যাচ্ছে।
আশা করি সঠিক উত্তর দিবেন।
জাজাকাল্লাহু খাইরান।
ইসলামে দান কে উৎসাহিত করেছে আর ভিক্ষা অনুৎসাহিত করেছে। তবে নিতান্তই গরিব,মিসকিন অন্ধ প্রতিবন্দিদের তো একটা পথ থাকা চায়। জাকাত, ফিতরা এবং আমাদের দেওয়া দানে কোনরকম বেঁচে আছে। এটা যদি না থাকতো বুঝতে পারছেন অন্ধ প্রতিবন্দিদের কি হতো। নিশ্চয় উত্তর পেয়েছেন। হিন্দু,বোদ্ধ, খ্রিস্টানদের মধ্যে ভিখারি না থাকায় ধন্যবাদ
আর এইসব ফালতু কথা বার্তা আমার পোষ্টে না বলা ভালো।
@নীলাঞ্জনা
এই সমস্ত মা দিবস, বাবা দিবস...এগুলো হচ্ছে ঐ সমস্ত সন্তানদের জন্য, যারা সারা বছর মা বাবার খোঁজ নেয় না, বৃদ্ধ বয়সে পশ্চিমাদের মত নিজের গর্ভধারিণী মা কে বৃদ্ধাশ্রমেও রেখে আসতে দ্বিধাবোধ করেনা, শুধু বছরে একটা দিন তাদের নিয়ে দরদ দেখায়। আমি আমার মা কে ৩৬৫ দিনই ভালবাসি, আমার মা আমার জান্নাত। একজন মুসলিম হিসেবে পশ্চিমাদের এই দিবস কে আমি গ্রহন করতে অপারগ। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো
জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন