নারীবাদীরা তখন কেন চুপ ছিল

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৯ এপ্রিল, ২০১৫, ০১:৫২:২৯ দুপুর

গত ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একদল পুরুষ নামের হায়নার দ্বারা অনেক নারীর বস্ত্রহরণ করা হয়। এতে সারা দেশের কথিত প্রগতিশীল এবং কথিত নারীবাদীদের গায়ে আগুন লেগে যায়। কিন্তু যখন পুলিশ দ্বারা নারীদের রাস্তায় পিটানো হয়, ছাত্রলীগের সোনার ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ধর্ষণ করে নির্যাতন করে তখন কোথায় থাকে এই সব এই জানোয়ারের বাচ্চারা?

যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জন পর্দানশীন ছাত্রীদের কাছে কয়েকটা ইসলামিক বই পাওয়া গেলো এবং গভীর রাতে হলে তাহাজ্জুদের নামায পড়ার অপরাধে দুই ছাত্রীকে ছাত্রীলীগের নেত্রীরা ইচ্ছেমত উত্তম-মধ্যম দিয়ে হল থেকে বহিষ্কার করে দিল। তখন কোথায় ছিল এই সব নারীবাদীরা?

এই রকম অসংখ্য ঘটনা আছে সারাদেশে যার জন্য কোন নারীবাদীরা একবারের জন্যও মুখ খোলে নাই।

নারীদের উপর পুলিশ এবং ছাত্রলীগের নির্যাতনের কিছু ছবি দিলাম।



























এইসব ঘটনার পরে ঐ সব কুলাঙ্গার নারীবাদীরা চুপ মেরে বসে ছিল কারন এই সব কোন ঘটনা না বা নারী নির্যাতনও না। কিন্তু এখন তারাই আবার চিল্লাচিল্লি করতেছে এইসব কিছুর জন্য। একটা কথা আছে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। উপরের ছবির ঘটনার পরে যদি এই সব নারীবাদীরা আন্দোলন করতো বিচার চাইত তাহলে আজ এই সব কিছুই হতো না।

এইসব নারীবাদীরা সমঅধিকারের কথা বলে কিন্তু সমঅধিকার কি তারাও সঠিক ভাবে জানেনা। তারা শুধু জানে নারীকে রাস্তায় নামীয়ে আনতে পারলে, সর্বোপরি নারীকে পণ্যের মত ব্যবহার করাতে পারলেই হবে সমঅধিকার।

সবশেষে বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সাহেব প্রধানমন্ত্রী কেন এই দেশের কোন সরকারও পারবে না নারীদের সঠিক অধিকার দিতে। যত দিন না এই দেশের নারীরা ফাতেমা (রাঃ) দেখানোর পথ চলবে না ততদিন এই দেশের নারীরা তাদের অধিকার পাবেও না। তাই এখনো সময় আছে ১৫০০ বছর আগে দেখানো পথে চলো দেখবে তখন সবাই আপনাদের সঠিক অধিকার দিতেছে।

বিষয়: বিবিধ

২১৪৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315772
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৯
খান জুলহাস লিখেছেন : নারীবাদী বলে বাংলাদেশে কিছু নেই। যারা আছে ওরা ইসলাম বিদ্বেষী।
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৩
256792
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাইজান।
315803
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : যত দিন না এই দেশের নারীরা ফাতেমা (রাঃ) দেখানোর পথ চলবে না ততদিন এই দেশের নারীরা তাদের অধিকার পাবেও না। তাই এখনো সময় আছে ১৫০০ বছর আগে দেখানো পথে চলো দেখবন তখন সবাই আপনাদের সঠিক অধিকার দিচ্ছে! সুন্দর বলেছেন ভাইয়া! অনেক ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:১৬
256871
মাজহারুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম, মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইরান।
315814
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
শেখের পোলা লিখেছেন : তোষামোদকারীদের কাছে কি আশা করেন৷কাক মারা গেলে হাজারটা কাক কা কা করে উঠে৷ টি এস সিতে যাদের অপমানিত করা হয়েছে তারাতো ওদেরই জাতের, তাই কা কা করবে৷
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:১৯
256873
মাজহারুল ইসলাম লিখেছেন : ঠিক ভাই কিন্তু সবাই এক না, আবার কিছু আছে ঐ মেয়ে এই ভাবে চলে আমিও ওর মত চলি। ওর মত চলতে গিয়েই সমস্যা পড়ে কিছু কিছু মেয়ে।
315827
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নারিবাদিরা শুধু দেখে ইসলাম কে!
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:২০
256874
মাজহারুল ইসলাম লিখেছেন : এই ছাড়া তাদের কাছে আর কোন শব্দ বা বিষয় নাই।
315889
২০ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৩
সজল আহমেদ লিখেছেন : ঐ সমস্ত সুবিধাবাদী চুপ মাইরা যাও নারীবাদীদের আমার খানকির পোলা বলে গালি দিতে মনে চায় ।




২০ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৬
256957
মাজহারুল ইসলাম লিখেছেন : এদের গালি দিয়ে নিজের আমল-নামা বারি করে কোন লাভ নাই ভাই। এরা হচ্ছে মাছি প্রজাতির মানুষ মিষ্টিতেও মুখ দিবে গুয়েও মুখ দিবে।
315903
২০ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নারীবাদীরা কিন্তু আওয়ামীবাদী কথাটা মনে রাখবেন!!

এগুলো আওয়ামী পুলিশের কর্ম এখানে নারীবাদীরা ঘুমিয়ে থাকে!!!
২০ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৯
256958
মাজহারুল ইসলাম লিখেছেন : নারীবাদীরা আওয়ামীবাদী তার চেয়ে বড় কথা হচ্ছে এরা নাস্তিক এবং পশ্চিমাদের কথা মত চলে এবং এই দেশে তাদের নীতি বাস্তবায়ন করে যায়।
316145
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৯
হতভাগা লিখেছেন :


ছাত্রলীগ ও পুলিশের (ছাত্রলীগের সাবেক পোলাপানই) ছোঁয়া পেলে নারীবাদীরা চরম সুখে মেতে ওঠে। মোল্লারা হলেই সমস্যা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File