বিএনপি কোন দিন সত্য বলতে পারবে না

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০৭ এপ্রিল, ২০১৫, ০৩:২০:৩৫ দুপুর

এই বিএনপি সেই বিএনপি যারা শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে হত্যার পরে একটা শব্দ করে নাই।

এই বিএনপি সেই বিএনপি যাদের নেতাকে ফাসির আদেশ দেওয়ার পরও একবার বিবৃতি দেয় নাই।

এই বিএনপি সেই বিএনপি যেই বিএনপি অধ্যাপক গোলাম আজম স্যারের জানাজায় উপস্থিত হয় নাই।

এই বিএনপি সেই বিএনপি যাদের নেত্রীকে ৮১ দিন বাসভবনে আটক রাখার পরও একটা আন্দোলন করতে পারে নাই।

এই বিএনপি সেই বিএনপি যারা পদের জন্য মারা মারি করি কিন্তু আন্দোলনের সময় গর্তে লুকিয়ে থাকে।

এই বিএনপি সেই বিএনপি যারা সারা জীবন পদের জন্য ফটো সেশন করে থাকে। যেমন করেছে গতকাল খালেদা জিয়ার সাথে।

এই বিএনপি সেই বিএনপি যারা কোন দিন সত্যের সাথে চলতে পারে না এবং সত্য কথা বলতে পারেনা।

তাই এই বিএনপির কাছ থেকে এই দেশ বাসি কিছুই আশা করতে পারে না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আর খালেদা-তারেকের বিএনপির মধ্যে রাত দিন পার্থক্য আছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি করে গেছেন দেশের সাধারন মানুষের জন্য।

আর খালেদা-তারেক রাজনীতি করতেছে নিজেদের জন্য।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313444
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৪
আহমেদ ফিরোজ লিখেছেন : যাদের রাজনীতির টার্গেট দুনিয়ার সফলতা, নিজেদের আখেরে গোছানো, তাদের আবার সত্য মিথ্যার বালাই...!!!!!
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫০
254430
মাজহারুল ইসলাম লিখেছেন : এদের জন্য এই দেশের নিরীহ মানুষ আজ কষ্টে আছে।
313500
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিএনপির কাছ থেকে জামায়াত বেশি আশা করাটাও ভুল হবে
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
254483
মাজহারুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম,
জামায়াত আগেও বিএনপি কাছে কিছু আশা করে নাই ভবিষ্যতেও করবে না। জামায়াত শুধু আল্লাহর কাছেই আশা করবে।
313520
০৭ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বদরের যুদ্ধ ভাইর সাথে সহমত প্রকাশ করলাম
০৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৮
254570
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
313600
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিচার বিচার বিচার.......... আল্লাহর বিচারের উপর কোন বিচার নেই।
০৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৯
254571
মাজহারুল ইসলাম লিখেছেন : জি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File