ধ্বংস স্তূপের উপর দাড়িয়ে বাংলাদেশের সংস্কৃতিঃ- পর্ব-১

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২৩ নভেম্বর, ২০১৪, ০৮:০৪:০৮ রাত

ভারতের হিন্দি এবং বাংলা সিরিয়াল দেখে ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশের হাজার হাজার পরিবারের মা, বউ, মেয়ে, বোন, চাচী, ভাবী সহ অন্যরা। ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা, মহুয়া বাংলা, জিটিভি, লাইফ ওকে, স্টার ওয়ান, সনি, জি স্মাইল, ইটিভি বাংলায় প্রচারিত সিরিয়ালের অধিপত্যে বাংলা স্যাটেলাইট চ্যানেলগুলো কোণঠাসা হয়ে পড়েছে। পরিবারের মা, বোন, বৌ, চাচিরা এখন টেলিভিশন বলতে শুধু সিরিয়ালই বোঝেন। সারা দিন রিমোট হাতে এ ধরনের ভারতীয় হিন্দি, বাংলা সিরিয়ালে মগ্ন হয়ে থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব চ্যানেলে চলতে থাকে বিভিন্ন নামের ধারাবাহিক নাটক। গাঞ্জাখুরি কাহিনীর মত আবার এক একটা সিরিয়াল চলতেছে চার পাঁচ বছর দরে। আমাদের দেশে হিন্দি সিরিয়ালের যাত্রা শুরু হয় মূলত স্টার প্লাসে সম্প্রচারিত ‘সাসভি কাভি বাহু থি’ সিরিয়ালের মাধ্যমে। সিরিয়ালটি অল্পদিনেই জনপ্রিয়তা লাভ করে। এরপর ‘কাহানী ঘার ঘার কি’, ‘কাসেটি জিন্দেগী কি’, ইত্যাদি সিরিয়াল গুলো দেশের বিশেষ করে মহিলাদের নিকট অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। মহিলাদের নিকট এসব হিন্দি সিরিয়াল জনপ্রিয় হয়ে ওঠার কারণ হলো, গৃহবধূদের সময় কাটানোর একটি চমৎকার উপায়। সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে একটানা রাত বারটা পর্যন্ত সম্প্রচার করা হয়। এইসব বস্তা পচা সিরিয়ালে উদ্ভট সব কাহিনী দেখানো হয়। সিরিয়ালে যে সব দৃশ্য সচরাচর দেখতে পাওয়া তার মধ্যে উল্লেখযোগ্য হলো-অসম প্রেম, স্বামী-স্ত্রীর পরকীয়া,পারিবারিক ভাঙ্গন, বহু বিবাহ, বউ- শ্বাশুড়ীর ঝগড়া, সম্পত্তির কারণে ভাই-ভাই ঝগড়া, স্ত্রীর কূটনৈতিক চাল, ভুল বোঝাবুঝি, হিংসা, সন্দেহ, অশ্লীলতা, আত্মীয়দের ছোট করা, অন্যকে বিপদে ফেলা। প্রতিটি সিরিয়ালেই পরকীয়া হলো ঘটনার একটি মূল উপাদান। প্রতিটি সিরিয়ালে দেখান হয় কিভাবে ননদ-বৌ, কিংবা বৌ- শ্বাশুড়ীর বিরোধ। বৌ-শ্বাশুড়ীর বিরোধ আজকাল মহামারী আকার ধারণ করেছে এদেশের নারীদের মন-মগজে ভারতীয় সিরিয়ালের কুপ্রভাবের কারণে। ভারতীয় সিরিয়ালে ভারতের সংস্কৃতি প্রচার হবে এটাই স্বাভাবিক তবে যা প্রদর্শিত হয় তার কিছুই বাংলাদেশের সংস্কৃতির সাথে মেলে না। যেমন সিরিয়াল গুলোতে অতিমাত্রায় পূজা অর্চনা (ভণ্ডামি) দেখানো হয়, আমার জানা নেই বাস্তবে ভারতের হিন্দুরা এত ধর্মপ্রাণ কীনা?

"সংগ্রহীত এবং পরিমার্জিত"

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File