বার্লিন দেওয়াল থেকে আমাদের শিক্ষা নিতে হবে

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০৯ নভেম্বর, ২০১৪, ০২:৫৬:১১ দুপুর

২৮ বছর জার্মানিকে বিভাজিত করে রেখেছিল বার্লিন দেওয়াল কিন্তু আজ সেই বার্লিন দেওয়াল আর নাই। সেই বার্লিন দেওয়াল আজ থেকে ২৫ বছর আগে ধ্বংস করে জার্মানির মানুষ কারন তারা বুঝতে পেরেছে অন্য এক শক্তি এই দেওয়ালের মাধ্যমে তাদেরকে দুই ভাগে ভাগ করে দিতেছে তাই তারা এই দেওয়াল ভেঙ্গে পেলছে। তারা এও বুঝেছে যে এই দেওয়ালের মাধ্যমে তাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে দিয়েছে তাই তারা এক হয়ে গেছে।

এর মাজেও এক দেশ আছে যারা আজো পারে নাই এক হতে আর সেই দেশ হল উত্তর কোরিয়া এবং দক্ষিন কোরিয়া এই দুই দেশকেও দুই জাতিতে কৌশলে ভাগ করে দিয়েছে কিন্তু তারা আজো বুঝে নাই যে তাদের কত বড় ক্ষতি করেছে। যাক এই বিষয় তারা যদি বুঝে তাহলে তাদের আর দুই দেশ হয়ে থাকা লাগতনা এক হয়ে যেত।

এই বার্লিন দেওয়াল থেকে আমাদের বাঙ্গালী জাতিকে শিক্ষা নিতে হবে কিভাবে অপশক্তিকে পরাজিত করতে হয়। আজ যদি বাঙ্গালী জাতি এক হয়ে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে তাহলে এই অপশক্তি কোন দিন ক্ষমতায় থাকতে পারবেনা। এক কথায় যতদিন পর্যন্ত বাংলার মানুষ একতাবদ্ধ হবে না ততদিন এই অপশক্তিকে ক্ষমতা থেকে দূর করা যাবেনা এইটা নিশ্চিত। পৃথিবীতে এমন হাজারো ঘটনা আছে যেখানে মানুষ এক হয়ে কাজ করে সফল হয়েছে এবং ভবিষ্যতেও এই ভাবে কাজ করে মানুষ সফল হয়ে যাবে। তাই এখন আমাদের বাঙ্গালী জাতিকে এক হতে হবে এবং এই অপশক্তিকে ক্ষমতা থেকে এবং দেশ থেকে দূর করতে হবে।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282608
০৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০০
মামুন লিখেছেন : তাই এখন আমাদের বাঙ্গালী জাতিকে এক হতে হবে এবং এই অপশক্তিকে ক্ষমতা থেকে এবং দেশ থেকে দূর করতে হবে। - সহমত আপনার সাথে।
শুভকামনা রইলো। Thumbs Up Thumbs Up Thumbs Up
282627
০৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
লজিকাল ভাইছা লিখেছেন :

সম্ভবত পৃথিবীতে একমাত্র জাতি আমরাই ছিলাম যাদের মধ্যে কোন জাতিগত, বর্ণ গত, ভাষাগত ভেদাভেদ ছিল না । তাই আজ এই জাতিকে এমন একটা চেতনা জাতীয় ট্যাবলেট খাইয়ে দেওয়া হয়েছে, জাতি আজ এমন ভাবে বিভক্ত যে, বিভক্তি দেয়ালটি বার্লিন প্রাচীরে চেয়েও ভয়ংকর শক্ত। এই দেয়ালের নাম চেতনা ই শাহাপাক।
০৯ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৮
226037
মাজহারুল ইসলাম লিখেছেন : ঠিক বলেছেন ভাই
282628
০৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এক কথায় যতদিন পর্যন্ত বাংলার মানুষ একতাবদ্ধ হবে না ততদিন এই অপশক্তিকে ক্ষমতা থেকে দূর করা যাবেনা এইটা নিশ্চিত।

সহমতরে ভাই সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File