একমাত্র আল্লাহ্‌ই আমাদের জন্য যথেষ্ট

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০৩ নভেম্বর, ২০১৪, ১০:০৩:০২ রাত

আমরা তো ইসলামী দল করি, তাই আমাদের মানবাধিকার বলতে কিছু নেই, মাহমুদুর রহমান স্যার ঠিকই বলছিলেন, “মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।” একে একে আমাদের সকল নেতৃবৃন্দকে ফাঁসী, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হচ্ছে, দেখার কেও নেই।

রাত হলে সারাদিনের কর্মব্যস্ত মানুষ ঘরে ফেরে, এমনকি পশু-পাখীরাও নিজ নিজ নীড়ে ফেরে বিশ্রামের আসায়। অথচ রাত নামলেই জামায়াত শিবিরের ভাইদের ব্যস্ততা শুরু হয়ে যায়, আজকের রাতটা কোথায় নিরাপদে কাটানো যায়। অনেকের আশ্রয় মেলে, অনেকের মেলে না, কারন বন্ধু, পরিচিতজনদের কয়দিন আর বিরক্ত করা যায়? যাদের আশ্রয় মেলে না, তারা পুলিশের চোখ এড়িয়ে এদিক, সেদিক ঘোরাফেরা করে রাত কাটিয়ে দেয়।

আমাদের এত কষ্ট, এত ভোগান্তি, তার জন্য আমাদের বিন্দুমাত্র আফসোস নেই, আফসোস শুধু এক জায়গাতেই, এত কষ্ট করেও নিজ নেতৃবৃন্দকে বাঁচাতে পারছি না। চোখের সামনে প্রানপ্রিয় নেতাদের হত্যা করা হচ্ছে, চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই যেন আমাদের করার নেই। পৃথিবীতে যেন আমাদের কোন অভিভাবক নেই, আমরা চাইও না, একমাত্র আল্লাহ্‌ই আমাদের জন্য যথেষ্ট।

হে আল্লাহ্‌, তুমিতো জানো, আমরা কত অসহায়, আমাদের কেও নেই তুমি ছাড়া, আমাদের নেতারা যে নির্দোষ তাও তুমি জানো। তোমার কাছে একটাই ফরিয়াদ, পরকালে আমাদের নেতৃবৃন্দকে তুমি সর্বোচ্চ মর্যাদা দান করো, আর তা যেন আওয়ামী, নাস্তিকরা প্রত্যক্ষ করে

লেখক তথাকথিত যুদ্ধাপরাধী

বিষয়: রাজনীতি

১০২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280903
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:১৩
সত্যের সেনানী লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন- দুনিয়াতে তার হুকুম ছাড়া কিছুই হয়না
আর আল্লাহ যাহা করে বান্দার ভালোর জন্য করে ।
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:১৩
224533
মাজহারুল ইসলাম লিখেছেন : হুম
280905
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:১৯
আফরা লিখেছেন : মানুষ কত পরিকল্পনা করে আর সেটা বাস্তবায়নের মালিক আল্লাহ । আর আল্লাহ যা ভাল মনে করে সেটাই করে ।
280914
০৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৩
নোমান২৯ লিখেছেন : আল্লাহ যা ভাল মনে করে সেটাই করে ।
তবে এ পথ সীমাহীন কণ্টকময়|ধন্যবাদ|
280947
০৪ নভেম্বর ২০১৪ রাত ১২:৫৮
মামুন লিখেছেন : আমাদের এত কষ্ট, এত ভোগান্তি, তার জন্য আমাদের বিন্দুমাত্র আফসোস নেই, আফসোস শুধু এক জায়গাতেই, এত কষ্ট করেও নিজ নেতৃবৃন্দকে বাঁচাতে পারছি না। - আপনার এই অনুভূতিও বা ক'জনার হৃদয়ে রয়েছে?
লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up Thumbs Up Thumbs Up
280964
০৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৭
লজিকাল ভাইছা লিখেছেন : একমাত্র আল্লাহ্‌ই আমাদের জন্য যথেষ্ট।আল্লাহ্‌ই আমাদের অভিভাবক। মাহমুদুর রহমান স্যার ঠিকই বলছিলেন, “মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।” সালাম স্যার কে।
280981
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৪:২৬
কাহাফ লিখেছেন :
এই জুলুমের বিনিময়ে হলেও আল্লাহ তাঁর জমিনে ইসলামী শাসন কায়েমের ব্যবস্হা করে দিন! তাহলেই স্বার্থক হবে ইসলামী আন্দোলনে নিবেদিতপ্রাণ মুমিনের জীবন!
Thumbs Up Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File