আওয়ামীলীগের চরিত্রের শেষ কথায়???

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৭ অক্টোবর, ২০১৪, ০৩:১০:২০ দুপুর

অধ্যাপক ড. পিয়াস করিম স্যার এর মৃত্যুতে আওয়ামীলীগের সর্বশেষ যেই চরিত্র দেখার বাকি ছিল এই জাতি সেই চরিত্র অবশেষে দেখে নিল।

আওয়ামীলীগ যে সত্য কথা এবং সত্য বলার লোকদের দেখতে পারেনা তা আবার প্রমান হয়েছে অধ্যাপক ড. পিয়াস করিম স্যার এর মৃত্যুতে।

শহীদ মিনার পবিত্র এই কথার অর্থ আমি আজও বুঝলাম না!!! আমার দেশের সরকারি দলের নেতা এবং লেখকেরা জুতা নিয়ে শহীদ মিনারে উঠতে পারে কিন্তু দেশ প্রেমিক অধ্যাপক ড. পিয়াস করিম স্যার এর লাশ কেন শহীদ মিনারে নেওয়া গেলনা?

এক কথায় বলা যায় যেই সরকার ক্ষমতায় আসুক ঐ সরকারের লোক ছাড়া অন্য কোন লোক এই দেশের কেউ না সে এই দেশের শত্রু যা এখন অধ্যাপক ড. পিয়াস করিম স্যার এর মৃত্যুতে প্রমান।

আমাদের দেশের সরকার দলীয় ভাষা সৈনিক মারা যাওয়ার পরে সকল নিউজ চ্যানেল গুরুত্ব সহ কারে খবর প্রচার করে কিন্তু অধ্যাপক ড. পিয়াস করিম স্যার এর মৃত্যুতে কেণো এই রকম খবর প্রচার করলো?

কয়েক অনলাইন পত্রিকা, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া খবর প্রচার দেখে আজ আমি হতবাক!!! এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ আর তার মিডিয়া।

সবশেষে নিজের কষ্টের কথা বলে শেষ করলাম আমি প্রায় সব সময় চেষ্টা করি যেই কোন মানুষের জানাজায় যাওয়ার কিন্তু আজ অধ্যাপক ড. পিয়াস করিম স্যার এর জানাজায় যেতে পারলাম না এই জন্য নিজের কাছে খারাপ লাগতেছে।

বিষয়: রাজনীতি

১০০৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275268
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন! পৃথিবীর শহীদ মিনারে নয় জান্নাতের শহীদ মিনার হোক এই ব্যক্তির ঠিকানা!
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪০
219209
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন
275323
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আওয়ামি লিগ তার চরিত্র থেকে কখনই বের হবেনা। মানুষের প্রতি শ্রদ্ধ জিনিসটা তাদের মধ্যে একেবারেই নাই।
275399
১৭ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : আল্লাহ তাকে মাগফেরাত করুন এবং জান্নাতে দাখিল করুন। আমীন।
১৭ অক্টোবর ২০১৪ রাত ১১:১১
219340
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File