হে আল্লাহ আর কত?

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০২ অক্টোবর, ২০১৪, ০৯:৫১:১১ রাত

হেফাজতের আন্দোলনের সময় নিরীহ কোরআনে হাফেজ এতিম মাদ্রাসার ছাত্র সহ এই দেশের সাধারন মানুষদের যখন এই আওয়ামীলীগ সরকার হত্যা করল তখন এই দেশের সাধারন মানুষ তোমার অলৌকিক সাহায্যের অপেক্ষায় ছিল।

মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবকে যখন বিনা অপরাধে ফাঁসির রায় দিয়ে ছিলো আওয়ামীলীগ সরকার। তখন এই রায়ের প্রতীবাদে এই দেশের সাধারন মানুষ যখন আন্দোলন করলো। আর এই আন্দোলনেকারি মানুষের উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে আওয়ামীলীগ তখনো এই দেশের মানুষ তোমার অলৌকিক সাহায্যের অপেক্ষায় ছিল।

বিভিন্ন আন্দোলনের সময় এই দেশের সাধারন মানুষকে যখন হত্যা করে আওয়ামীলীগ সরকার ঐ সময়ও তোমার অলৌকিক সাহায্যের অপেক্ষায় ছিলো।

কিন্তু এই সব ঘটনার সময় যখন তোমার সাহায্য পায় নাই তখন কিন্তু কেউ তোমার প্রতি কোন প্রকার ক্ষোভ প্রকাশ করে নাই।

কিন্তু এখন সবাই তোমার অলৌকিক সাহায্যের অপেক্ষায় আছে, পৃথিবীর বুকে যেখানে রাসুল (সাঃ) কে নাস্তিকের বাচ্চারা অপমান করেছে ঐ সব স্থানে তোমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে তাদের ধ্বংস করে দিয়েছো। এখন আমাদের বাংলাদেশে লতিফ নামের যেই কুত্তার বাচ্চা রাসুল (সাঃ) এবং হজ নিয়ে বাঝে কথা বলেছে তাকে তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে কিছু করে দাও। কারন তখন এই দেশের এই রকম কুলাঙ্গারেরা আর ইসলাম এবং রাসুল (সাঃ) নিয়ে খারাপ কথা বলার সাহস পাবেনা।

হে আল্লাহ আমার এই দোয়া কবুল করো প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে হলেও।

প্রথম প্রকাশ করি ফেবুতে

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270965
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৩২
ফেরারী মন লিখেছেন : আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখনই যখন মুসলমানরা আত্মসমর্পণ করবে বা তাদের ক্ষমতার শেষ বিন্দুতে অবস্থান করবে তখন। তার আগে তাদের পরীক্ষা করবেই।
270974
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মানুষ আল্লাহকে ভুলে আছে আর আল্লাহও মানুষকে
ভুলে গেছে! মানুষ আবারো যদি আল্লাহকে স্বরন করে আল্লাহও মানুষকে স্বরন করবে! তারপরও আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী.....।
270976
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৫১
আফরা লিখেছেন : আল্লাহ যদি মানুষের মত রাগ হত তাহলে এই পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত । নিশ্চয় আল্লাহর সাহায্য আসবে আমাদের এ্ত ধৈর্য হারা হলে চলবে না ।
270984
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:০০
দ্য স্লেভ লিখেছেন : আপনার আবেগ বুঝতে কষ্ট হচ্ছেনা। কিন্তু এখানে আল্লাহর উপর অভিযোগ অর্পিত হয়ে গেছে। আল্লাহ তায়ালা বলেন-মন্দ যা কিছু তোমরা পাও,তা তোমাদের উপার্জন।....সাহাবীরাও অনেক সময় অধৈর্য হয়ে পড়তেন এবং বলতেন আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ বলেন-তার সাহায্য নিকটে.....রসূলের(সাঃ)দোয়ার কারনে সরাসরি গজব উঠিয়ে নেওয়া হয়েছে। বেশীরভাগ মুসমি উপাদানহীন হওয়ার কারনে এরকম ঘটনা ঘটে চলেছে এবং প্রতিকার ছাড়া..
271009
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমরা দুনিয়া আঁকড়ে বসে থেকে "আর কত" বললে হবে??
মুসা আঃএর কওমের মত হয়ে গেল-
"তুমি ও তোমার রব গিয়ে লড়াই কর, আমরা এখানে বসে রইলাম"

ডঃ কামালের মত মানুষেও বলতে বাধ্য হয়েছেন যে
(( আমরা সবাই "মুনাফিক", আমিও))



অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
271093
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩০
ইসলামী দুনিয়া লিখেছেন : এই দোয়া অবশ্যই কবুল হবে না, যতক্ষন না আপনার আমার মত নামে মাত্র মুসলিমরা বেচে থাকবে। আল্লাহ তখনই অলৈাকিক সাহায্য করেন যখন আল্লাহর নাম নেওয়ার মত কেউ থাকে না। আ্ল্লাহ আগে নামধারী মুসলিমদের ধ্বংস করবেন তারপর সাহায্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File