ফ্রি ফেসবুক ব্রাউজ ২৪ ঘণ্টা করতে পারেনা গ্রামীণফোন????
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:০৯:৩৭ সন্ধ্যা
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফ্রী ফেসবুক সেবা নিয়ে আসছে গ্রামীণফোন। রাত ১২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফ্রী ফেসবুক ব্রাউজ করতে পারবে জিপি গ্রাহকরা। আমার কথা হচ্ছে ২৪ ঘণ্টা দিলে কি গ্রামীণফোনের ক্ষতি হয়ে যেত? এই দেশে থেকে কোটি কোটি টাকা নিয়ে যায় আর তার বিনিময়ে ফ্রী ফেসবুক সেবা ২৪ ঘণ্টা কেন দিতে পারেনা তারা? অনেকে বলবেন যা দিছে এটাই ভালো, কিন্তু আমি এর পক্ষে নাই। কারন আমার দেশের টাকা নিয়ে নরওয়ে বড় লোক হবে আর আমাদের এই সামান্য এই সেবা দিতে পারেনা। আমাদের কারনে আজ আমাদের এই অবস্থা আমাদের সরকার যদি আমাদের নিজেদের টেলিটক সিমকে উন্নত করত তাহলে আজ আমাদের দেশের এই অবস্থা হইত না। আমাদের দেশের সব সরকার আছে শুধু চুরি করার ধন্দায়। এরা যদি টেলিটকের মান এবং সারাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করত তাহলে সবাই টেলিটক ব্যবহার করত। এখন এই ফ্রী ফেসবুক পাইয়া সবাই জিপি সিম ব্যবহার করবে আর সিম ব্যবহার করলে জিপির লাভ। কারন এই ফ্রী ফেবুর জন্য এখন অনেকে জিপি সিম কিনবে বা বন্ধ সিম চালু করবে আর এতে লাভ হবে জিপির। কারন এই ফ্রীর জন্য যখন আপনি সিম চালু করবেন তখন কোন না কোন ভাবে আপনি টাকা খরচ করবেন। সবাই একটু চিন্তা করে এই ফ্রী সেবা নিয়েন দয়া করে।
আসুন সবাই মিলে বিদেশি সিম ব্যবহার বন্ধ করে নিজের দেশের সিম টেলিটক ব্যবহার করি অন্তত যাদের এলাকায় টেলিটক আছে। আমি গত ২ বছর যাবত টেলিটক ব্যবহার করতেছি।
বিষয়: বিবিধ
১৪২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যুবসমাজকে জিমুনি ধরিয়ে দিতে এটাই বুদ্ধি মত্তার কাজ।
মন্তব্য করতে লগইন করুন