মা যে আমার তুমি

লিখেছেন লিখেছেন রেজিস্ট্রেশনহীন ১১ মে, ২০১৩, ০৩:০২:৫৫ দুপুর

কে তুমি ভরেছ আঁখি? নয়ন মেলে দেখি-

দিয়েছ শীতলতা, কোমলতার হাত টানি।

কে তুমি মেলেছ ডানা? সম্মুখে চোখ রাখি-

সে তো মমতার চাদরঢাকা বিশাল পাখি।

কে তুমি দিয়েছ ‍অন্ন? অক্ষম মুখ তুলি-

মুঠো ভরে পুরে দিয়েছ অতি যত্নে তুমি।

কে তুমি রেখেছ আড়াল? অসহায় আমি-

দেখি, কিছু না, তা তো তোমার আঁচলখানি।

তে তুমি মেখেছ হাসি? যখন আমি কাঁদি

তা তো কেউই না, মা যে আমার তুমি।।

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File