পেয়ে হারানোর তীব্র বেদনা।

লিখেছেন লিখেছেন লস্ট ওয়েভ ১১ মে, ২০১৩, ০৩:১১:৪৭ দুপুর

কোকিল যখন আগে ভাগে বসন্তের খোশ খবরি নিয়ে হাজির, কর্তব্য পরায়ন কাক তখন দল বেঁধে তাকে তাড়া করে। তার গানকে তারা মনে করে উৎপাত।

অভিমানী কোকিল বসন্ত শেষে উড়ে যাই নতুন বুলবুলি স্থানের সন্ধানে। তখন সাড়া কানন জুরে জাগে বিরাট এক অভাব বোধ।

পেয়ে হারানোর তীব্র বেদনা।

আমরা এখনো কোন কিছুর সঠিক মূল্য দিতে শিখিনি।

বুকে সাহস আছে, তবে মাথা তুলে দাঁড়াতে শিখিনি। যখন সময় চলে যাই তখন শুধু অনুসুচিত হই।

আর তো কিছুই করার নেই আমাদের।

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File