দলীয় নীতির শত্রু বিভীষণ মানবতার বন্ধু হতে পারে
লিখেছেন লিখেছেন এখনো অনিশ্চিত ১১ মে, ২০১৩, ০৯:৩০:৫৮ সকাল
মতিঝিল ম্যাসাকারের বেশ কিছু ভিডিও লিক দেখছিলাম। ঐ রাতে হয়তো মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছিল ঠিকই। কিন্তু মনে হলো, ঐ অভিযানে অংশ নেয়া আইন-শৃঙ্খলা বাহিনীরই কেউ কেউ এই ভিডিওগুলো করেছেন এবং পরে সামাজিক নেটওয়ার্কগুলোতে ছড়িয়ে দিয়েছেন। এমনকি, পুলিশ ও র্যাবের বিশেষ কারো কারো চেহারাও সেই ভিডিওগুলোতে বারবার দেখা যাচ্ছিল, যারা থেকে থেকে গুলি করছিল আর লাশগুলোর মৃত্যু নিশ্চিত করছিল।
সাক্ষী গোপন করার জন্য এর পরের অভিযানগুলোতে নিশ্চয়ই আর কাউকে মোবাইল সাথে নিতে দেয়া হবে না।
কিন্তু ভিডিও লিকগুলো দেখার পর আশার কথা হলো, তুমুল দলীয়করণ হওয়াসত্ত্বেও এখনো রাবণ-রাজ্যে এখনো ন্যায়ের পক্ষে অনেক বিভীষন আছেন যাদের বিবেক পুরোপরি রাবণ-করণ হয়নি।
দেখা যাক দেশের জন্য তারা কখনো কোনো অবদান রাখে কিনা।
বিষয়: রাজনীতি
১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন