মাইনক্যা চিপায়, এই অবৈধ আওয়ামী সরকার.!!

লিখেছেন লিখেছেন বটতলার বাউল ২৭ মে, ২০১৪, ১০:৩২:২২ রাত

এই অবৈধ সরকারের অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে তিনটি মামলার

রায় ঝুলে রয়েছে। সরকার এই রায়গুলো দেয়ার জন্য কোন অনুকূল পরিবেশই খুজে পাচ্ছে না। যখনই সাঈদী সাহেবের রায়

নিয়ে একটু নাড়াচাড়া করেছে, ঠিক তখনই নারায়ণগঞ্জে সাত

খুনের ঘটনা ঘটে। এরপর ভারতে আমাদের সরকারের মনিবদের গো - হার, ফেনীতে পুড়িয়ে মারা, এসব ঘটনা সামাল দিতেই ব্যস্ত এই মাজাভাঙ্গা সরকার। আশ্চর্যের বিষয় যে, এই পরিবেশ সৃষ্টিতে বিরোধীদের ন্যুনতম অবদান নেই। এগুলো ওরা ওরাই সৃষ্টি করেছে নতুবা সতস্ফুর্ত ভাবে হয়েছে। আর এসবই যালিমদের প্রতি আল্লাহর বিচার। আল্লাহ নিজেই বলেছেন, যালিমরা যত পথই

অবলম্বন করুক না কেন, তাদের পতন হবে শোচনীয়। তাই আরেকটু ধর্য্য ধরুন, সামনে হয়ত আরও গজব অপেক্ষা করতেছে যালিম আওয়ামী লিগের জন্য। আমার তো মনে হয়না সরকার রায়

গুলো দেয়ার সাহস করবে। যদি in case দেয়ার নিয়ত থেকে থাকে তাইলে প্রথমে মীর কাসেম আলীর রায় টা দিবে সরকার। এরপর এটার প্রতিক্রিয়া দেখেই পরবর্তী সিদ্ধান্ত নিবে। আমি জানি জামায়াত, শিবির প্রস্তুত। তারপরও বলি যে বা যার রায়ই হোক না কেন আমাদের সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাতে হবে। সেই রোষে হয়ত সরকারেরও পতন ঘটে যেতে পারে। সব আল্লাহর ইচ্ছা।।।

বিষয়: রাজনীতি

১১৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227204
২৭ মে ২০১৪ রাত ১১:২২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Grin Big Grin বেশী বাড়াবাড়ি করলে এরকমই হয়।
227209
২৭ মে ২০১৪ রাত ১১:৪৩
ভিশু লিখেছেন : নিরপরাধ মানুষদের অকাতরে হত্যাকারী এই অভূতপূর্ব নৃশংস জঙ্গি সরকার যতো কোটি কোটি মানুষের মন ভেঙেছে, কষ্ট দিয়েছে; স্বজনহারা কতো মা, কতো ভাই-বোনেরা যে অবিরাম চোখ মুছেই চলেছেন - এর বদলা কি শুধুই মাইনকা চিপা?! প্রকৃতির নিয়মেই ওদের বিচার হবে, হবেই হবে, একদম মাননীয় প্রধানমত্রীর খাঁটি মদীনা সনদ অনুযায়ী ইনশাআল্লাহ!
228615
৩১ মে ২০১৪ দুপুর ১২:১১
বটতলার বাউল লিখেছেন : ইনশাল্লাহ!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File