ভালোর ভালে

লিখেছেন লিখেছেন মানিক মনোয়ার ১৭ জুন, ২০১৩, ০১:৩১:৪০ রাত

বিশ্ব জুড়ে আজকে ভালোর বড়ই অকাল,

কুকথাতে কুঁচকে ওঠে ভালোর কপাল ।

ভালোর ভালে জোটে না যে সুখ টি মোটে ,

তাইতো ভালো মাথা কোটে দুখের চোটে ।

বুক ফেটে যায় ,ফোটে মুখে ধু ধু মরু,

সেই মরুতে চরছে দ্যাখো উট ও গরু ।

উটের পায়ের গুঁতা খেয়ে চোখে যে তার ,

জমছে যেন জমজমের ওই জলের বাহার ।

ভালোর আছে আরেক মজার বিড়ম্বনা ,

ভালো হলে হতেই হবে ষোলআনা ।

দু চার আনা কমলে ,ভালো হয় যে কানা,

কানাকানি করবে লোকে নয় অজানা ।

সেই ভীতিতে ভিত্তি ভালোর উঠছে নড়ে,

মন্দ হবার দিচ্ছে পাল্লা দু’কান ধরে ।

মন্দ ভীতির রাখলে বীথি বুকের বামে,

গাইবে মন্দ মন্দ-গীতি ভালোর নামে।

মন্দ যদি করে ফেলে কিছুও ভালো ,

টর্চ লাইটে যায় যে দেখা সূর্যের আলো ।

জুটবে না যে জাহাজ মোটে ভালোর বেলায়,

ভাসতে তবু ভুল করোনা ভালোর ভেলায়।

পারলে আরও মন্দরে আজ চড়াও শূলে,

পরের জগৎ পাবে নগদ অনুকূলে ।

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File