বিজয় মোদের হবেই, টুডে অর টুমুরো।
লিখেছেন লিখেছেন সাইদুল ইসলাম সাইদ ১০ মে, ২০১৩, ০৪:৩৬:২১ বিকাল
1954 সালে মিশরের শিখন্ডী শাষক, নিজেকে ফেরাউনের উত্তরসুরী বলে দাবী করা ‘জামাল আবদেল নাসের’ ফাঁসি দিয়েছিলেন ইখওয়ানুল মুসলিমুনের(Muslim Brotherhood) প্রথম সারির ছয় জন নেতাকে...
১৯৬৬ সালে ফাঁসী দেয়া হয়েছিল আল কোরানের বিপ্লবী তাফসীর ‘তাফসীর ফি যিলালিল কোরান’’ এর রচয়িতা সাইয়্যেদ কুতুবকে,
বছরের পর বছর ধরে অমানুষিক নির্যাতন নিষ্পেষন চালানো হয়েছিল ইখওয়ানের লক্ষ লক্ষ কর্মীর উপর…
পরবর্তীতে দীর্ঘসময় ধরে নিষদ্ধ করে রাখা হয় গত শতকের শ্রেষ্ঠ মুজাহীদ ''ইমাম হাসান আল বান্নার'' প্রতিষ্ঠিত মিশরের গণমানুষের প্রিয় সংগঠন ‘মুসলিম ব্রাদারহুডকে’…
দীর্ঘ পথ পরিক্রমায় অনেক চড়াই উতরাই পেরিয়ে ইখওয়ান আজ মিশরের রাষ্ট্রক্ষমতায়,
বাংলাদেশেও ফেরাউনের উত্তরসুরীরা বসে নেই,
গনহত্যা,গনগ্রেফতার,রিমান্ড,গুলি,গ্রেনেড,টিয়ারশেলের মাধ্যমে ইতিহাসের জঘন্যতম নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশের ইসলামপন্থীদের উপর,
ইসলামী আন্দোলনের নেতাদেরকে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দেওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন,
কিন্তু আল্লার শপথ, শাহজালাল শাহমাখদুমের এই পুণ্যভুমিতে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা কে কোনভাবেই থামিয়ে দেয়া যাবেনা,সব জুলুম নির্যাতনকে দু পায়ে মাড়িয়ে এই আন্দোলন আরো তীব্র গতিতে ছড়িয়ে পড়বে,
কারাগারে নির্যাতন করে, ফাঁসি দিয়ে,গনহত্যা করে কিছু মানুষকে হয়তো মেরে ফেলা যায়,কিন্তু কোন আদর্শবাদী আন্দোলনকে দমিয়ে রাখা যায় না…
নির্যাতনের এই চরম রুপ মুক্তিকামী মুজাহীদদের জানান দিচ্ছে,
বাংলাদেশে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম অবশ্যই একদিন বিজয় লাভ করবে,, ইনশাল্লাহ...
... টুডে অর টুমুরো…
১৯৫৪ সালে ইখওয়ানের যে ছয়জন নেতার ফাঁসির আদেশ দেয়া হয়েছিল, তারা হলেন .
১।হাসানুল হোযাইবী- তৎকালীন মুরশীদে আম
২।আবদুল কাদের আওদাহ-সেক্রেটারী জেনারেল
৩।শায়খ মু ফারগালী
৪।ইউসুফ আলাআত
৫। ইবরাহীম তাইয়্যেব
৬।হিন্দাবী
ফাঁসী কার্যকরের সময় হাসানুল হোযাইবী প্রচন্ড অসুস্থ্য থাকায় তাকে ফাঁসী দেয়া হয়নি, বাকি পাঁচজনকে ফাসিতে ঝুলানো হয়,
বিষয়: রাজনীতি
১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন