ভারতে আমার অভিজ্ঞতা পর্ব-৩

লিখেছেন লিখেছেন হিললোল ১৯ জুন, ২০১৩, ১১:৫৭:৩৫ রাত

যথারীতি সোমবার দিন রাত আটটায় গেলাম ও পি ডি বিল্ডিং এ । বারশ রুপি ভিজিট দিলাম । ডাক্তার সাহেব ডাক্তার অশোক সেঠ । নামকরা কার্ডিওলজিস্ট । তিনি ভালো বাংলায় কথা বলতে পারেন । কারণ বাংলাদেশ মেডিকেল কলেজে তিনি পার্ট টাইম পড়ান । তাকে পরিচয় দিলাম যে রুগী একজন ডাক্তার । তিনি আমাদের কাগজ পত্র দেখে বললেন । বাংলাদেশ থেকে ডাক্তাররা যে ব্যবস্থাপত্র দিয়েছেন, সেটা ঠিক আছে । মানে রুগীর ডিভাইস ক্লোজার করতে হবে । তার জন্য আবার ট্রান্স ইসো ফাজিয়াল ইকো করতে হবে, যদিও আমাদের আগেই করা ছিল । তবুও কনফার্ম করার জন্য । আমরা খরচ কেমন হবে জিগ্গেস করলাম । তিনি বললেন আমাদের জন্য ইন্ডিয়ানদের খরচই নিবেন , বিদেশী হিসেবে যে বেশি দিতে হয় সেটা দেয়া লাগবে না । এ ব্যাপারে মিস ধীরু সারের পি এস এর সাথে যোগাযোগ করতে বলা হলো । আমরা পরের দিন ট্রান্স ইসো ফাজিয়াল ইকোর জন্য ডাক্তার আশুতোষ মারওয়ার (শিশু কার্ডিওলজিস্ট ) কাছে গেলাম । খুব ভালো মানুষ এবং ভালো ডাক্তার । একেবারে নিরহংকার । প্রকৃতপক্ষে কোনো ঝামেলা হলে উনার কাছেই ফোন করতে পেরেছি এবং হেল্প পেয়েছি । ইকো করার আগে বলা হলো বিল দিতে । আমরা প্যাকাজের কথা বললাম । বলা হলো এগুলো প্যাকাজের বাইরে । আমাদের দিতে হলো পাচ হাজার রুপি । ফলাফল বাংলাদেশের ডাক্তারদের মতই । রুগীর ডিভাইস ক্লোজার করতে হবে । আমরা ডাক্তার অশোক শেঠের কাছে গেলাম । উনি আমাদের বললেন বৃহস্পতিবার উনি ফ্রী থাকবেন । ওই দিন সকালে অপারেশন । আমাদের বলা হলো বুধবার বিকেলে ভর্তি হবার জন্য । আমরা খরচের ব্যাপারে কথা বলতে চাইলাম । কিন্তু তিনি মিস ধিরুর সাথে কথা বলতে বললেন । মিস ধীরু আমাদের আড়াই লাখ রুপির কথা বললেন । কিন্তু আমরা দেখলাম অন লাইনে আমরা যে খরচ পেয়েছি তার চেয়ে এটা তো কম নয় । তাকে ব্যাপারটা জানালে তিনি বললেন , খরচ কম ধরেই এটা । আমরা আর কি করবো । বৃহস্পতিবার ভর্তির জন্য গেলাম ইন্টারন্যাশনাল ডেস্কে । তারা বললো প্যাকেজ আড়াই লাখ রুপি আর ভর্তি বাবদ আরো দেড় হাজার রুপি জমা দিন । অপারেশনের আগেই টাকা দিতে হবে । রুপি কিম্বা ডলারে জমা দেয়া যাবে । আমরা টাকা জমা দিলাম । ডেস্কের লোকটা আমাদের ২০ মিনিট দেরি হবে বললেন সিট পেতে । কিন্তু ২০ মিনিট শেষে ৩ ঘন্টায় দাড়ালো । এমনকি ডেস্কের লোককে বারবার তাগাদা দিতে হলো । কেন জানি উনি ভুলে জাচ্ছেন । কি আর করা ধৈর্য ধরে অপেক্ষা করে রাত নটার দিকে হসপিটালে বেড পেলাম ।

বিষয়: বিবিধ

১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File