নারীরা জেগে উঠো

লিখেছেন লিখেছেন হিললোল ২৪ মে, ২০১৩, ১০:০৪:০৩ সকাল



একজন সেনা কর্মকর্তা একজন ডাক্তারকে পিটিয়ে মারলেন . আমরা নিরবে সইলাম . নিরবে মৃত্যুকে আমরা মেনে নিলাম. মনকে আরো শক্ত করতে হবে বোন . আজকের নারীরা তো বদ্ধ নয় . আর আপনি তো ডাক্তার . আপনি কেন মেনে নিবেন . আপনার স্বামী হয়েছে বলে কি হয়েছে? সে কি আপনার জীবনের মালিক বনে গেছে ?আপনার জীবন আপনারই . আপনার সাথে কারো বিয়ে হওয়া মানে আপনি তার গোলাম হয়ে গেলেন তা নয় . এটা একটা চুক্তি . আপনার স্বামী আপনার ভরণ-পোষণ দিবেন , আপনার যত্ন নিবে , আপনার দেন মোহর দিবে বিনিময়ে আপনি তাকে আপনার সাথে দৈহিক সম্পর্কের অনুমতি দিবেন, সন্তানের যত্ন নিবেন . ইত্যাদি . কিন্তু স্বামী যদি ভালো আচরণ না করে আপনি তাকে ত্যাগ করুন . কেন তার পায়ে পড়তে হবে? আপনি তো নিজেই নিজের পায়ে দাড়াতে পারেন . দৃঢ় হন . আর মাথা নিচু করে থাকবেন না . আপনি পরাধীন না . আল্লাহ আপনাকে ছোট করন নি . পবিত্র কোরান বলছে যখন স্বামী-স্ত্রী একত্র জীবন দুর্বিসহ , পরিবারের মুরুব্বিরাও যখন ব্যর্থ তখন আপনারা আলাদা হয়ে যাবেন .

তাহলে কেন মুখ বুজে সহ্য করবেন . এই পৃথিবীটা অনেক বড় . অনেক স্থান, অনেক মানুষ আছে আপনার জন্য . নিজেকে আর অন্যায়ের কাছে সপে দিবেন না . গর্জে উঠুন . আর আল্লাহ সাহসীদের সাথে আছেন .

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File