ডাকাত হতে সাবধান
লিখেছেন লিখেছেন হিললোল ১১ মে, ২০১৩, ১০:২৭:৫৬ রাত
একদেশে খুব ডাকাতি হতো. এলাকার সব লোক ভয়ে কথা বলতো না . তো একদল লোক তাদের বোঝানো শুরু করলো . ডাকাতরা তেমন তেমন গায়ে মাখলো না . কাছে আসলে সরে পড়ে বা শুনেও না শোনার ভান করে . আর একদল ঠিক করলো তাদের প্রতিরোধ করতে হবে , লাঠি বাশি গ্রুপ তৈরী করলো . ডাকাতরা চিন্তায় পড়ে গেলো . গভীর রাতে লাঠি বাশি গ্রুপের সবাইকে মেরে জলে ভাসিয়ে দিলো . এলাকা বাশি ভয়ে কুকড়ে গেলো . কেউ কেউ বললো কি দরকার ছিল লাঠি বাশি গ্রুপ তৈরী করার . একদল বললো ওদেরকে একটু বোঝালেও তো হতো . কিন্তু পরদিন রাতেই বোঝানো গ্রুপের বাড়িতে ডাকাতি হলো . এখন এলাকাবাসী বুঝতে শুরু করেছে আমাদেরও লাঠি বাশি গ্রুপে যোগ দিয়ে ডাকাতদের সম্মিলিতভাবে সমূলে উত্পাটিত করতে হবে . হে আল্লাহ আমাদের সহায় হউন . আমীন
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন