জীবন পরিকল্পনা

লিখেছেন লিখেছেন হিললোল ১০ মে, ২০১৩, ০৬:১৫:১১ সন্ধ্যা

সকালে ঘুম থেকে উঠেই হাতে থাকতে পারে অনেক কাজ অথবা কোনো কাজ নাও থাকতে পারে । আপনি যদি আপনার সময়কে সকালেই বা আগের দিন রাতে ভাগ করে নেন তবে দেখবেন ২৪ ঘন্টা একেবারে কম সময় নয় ।

আপনি একটা পরিকল্পনা করুন আগামী কাল আপনি কি কি কাজ করবেন । তার জন্য আপনি সময় বরাদ্দ দিন । তবে এর মাঝে আপনি পাঁচ ওয়াক্ত নামাজকে রাখুন । কিছুটা সময় কোরান মুখস্ত করা, কোরান পাঠ করা ও হাদিস পাঠ করার জন্য বরাদ্দ রাখুন দেখবেন ভালো লাগবে । দিনে রাতে কমপক্ষে ৭০ বার মৃত্যুকে স্মরণ করুন, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন । প্রত্যেক নামাজ শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ আর ৩৪ বার আল্লাহু একবার পাঠ করুন । নামাজগুলো জামাতে আদায় করার চেষ্টা করুন ।দেখবেন মনটা ভালো থাকবে। কাজের স্পৃহা থাকবে। আপনার মাঝে হতাশা থাকবে না ।

আর আপনার ভবিষ্যত কাজ গুলোর একটা হিসেব লিখে রাখুন । যখন আপনি দিনের পরিকল্পনা করেন, তখন তাতে একবার চোখ বুলিয়ে নিন আর সে অনুসারে পরিকল্পনা করুন ।

হতে পারে আপনার পরিকল্পনা মাফিক আপনি কাজ করতে চাচ্ছেন কিন্তু মন সায় দিচ্ছে না। আউজু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম পড়ুন ৭ বার, তিন বার কুল আউজু দ্বয় পড়ুন, তাতেও কাজ না হলে দু রাকাত নামাজ পড়ুন । আপনি স্পৃহা ফেরত পাবেন ।

কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু করুন এবং শেষে আলহামদু লিল্লাহ পড়ুন । দেখবেন অনেক অনেক বরকত । আপনি টের পাবেন অন্য দিন গুলোর তুলনায় এ দিনগুলো কতটা সমৃদ্ধ ।

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File