আলেম ওলামাদের রক্তেরঞ্জিত মতিঝিল চত্তর

লিখেছেন লিখেছেন সুখি মানুষ ০৮ মে, ২০১৩, ১২:২৭:৫০ দুপুর

বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় একটি রাত ০৬ মে ২০১৩। পৃথিবীর বর্বরতম হত্যাকাণ্ড চালিয়ে হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করে হাসিনা সরকারের পেটোয়া বাহিনী। হে আল্লাহ! তুমি এই রক্তকে কবুল কর। এর বিনিময়ে বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী করে দাও। তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। রাব্বুল আলামীন আমরা মজলুম। হে আল্লাহ! তুমি তো বলেছ মযলুমের পরিয়াদেরর মাঝে ও তোমার মাঝে আড়াল নেই। মেহেরবাণী করে তুমি আমাদের জন্য আসমানী ও জমিনী সাহায্য পাঠাও। রব্বুল আলামীন যারা তোমাকে ভালবাসে না, তোমার প্রতি ঈমান রাখে না তারা আমাদের পক্ষে কথা বলবে না, আমাদের সাহায্য এগিয়ে আসবে না। আমাদের বিপদ দেখে তারা আড়ালে খিল খিল করে হাসছে। আমরা জানি তোমরা একটি নাম হালিম (মহাসহিষ্ণু)। তাইতো তুমি তোমার দুশমনদেরকে দুশমনি করার সুযোগ দিচ্ছ। নবীদের উপরও নির্যাতন করার ক্ষমতা দুশমনদেরকে দিয়েছ। কিন্তু আমরা তো দুর্বল, আমাদের মনোবল ক্ষীণ। রব্বুল আলামীন আমাদের দেশের অবস্থা যেন উজবেকিস্তান, কাজাকিস্তানের মত না হয়। হে যে দেশের মানুষেরা কুরআন পড়তে, নামায পড়তে হলে মাটির নীচে ব্যাংকারে লুকাতে হয়। রব্বুল আলামীন এই ধর্মদ্রোহী নাস্তিকের হাত থেকে আমাদেরকে রক্ষা কর। আমীন। ইয়া রব্বুল আলামীন।





বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File