সুশাসন ও ন্যায়বিচার জরুরি
লিখেছেন লিখেছেন নিশান শাহীন ০৮ মে, ২০১৩, ১২:১১:০২ রাত
এখন আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সমাজে। নাগরিকদের মনে প্রশ্ন জেগেছে, রাজনৈতিক প্রতিপকে দমন করতে গিয়ে সরকার কি পুরো দেশটাকেই কারাগারে পরিণত করতে চাইছেন? সুশাসন ও ন্যায়বিচারের বদলে সরকার যদি দমন অবদমন ও জুলুম-নির্যাতনের মাধ্যমে বিরোধী দল ও নাগরিক সমাজকে ভয় দেখিয়ে দেশ শাসন করতে চান, তাতে কি আসলেই দেশ শাসন করা যাবে? নাকি তাতে দেশে গণবিক্ষোভ ও সহিংস ঘটনার মাত্রা বাড়বে? এ কারণেই বলা হয়, ভয় দেখিয়ে জয় করা যায় না। কিন্তু ইতিহাসের এ বার্তা বর্তমান সরকারের কর্তা ব্যক্তিদের মনে আছে বলে মনে হয় না। মনে থাকলে সরকার ও প্রশাসনের লোকজন এত বেপরোয়া হন কেমন করে? বরং সরকার এখন আলাপ-আলোচনার বদলে পুলিশকে অস্ত্রশস্ত্র ও নিপীড়নযন্ত্রে সুসজ্জিত করার চেষ্টাতেই ব্যস্ত রয়েছেন। কিন্তু আমরা মনে করি, দেশ ও জনগণের প্রতি ন্যূনতম মমতা ও দায়িত্ববোধ থাকলে মতা পাগল না হয়ে এখন সরকারের উচিত গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দেয়া। পুলিশকে দমন-পীড়ন ও গ্রেফতারের মন্ত্রে আর উজ্জীবিত না করে সরকার যদি জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও সুশাসন প্রতিষ্ঠায় পুলিশকে কাজে লাগানোর উদাহরণ সৃষ্টি করতে পারেন, তাহলে জনগণের ক্ষোভের মাত্রা হ্রাস পেতে পারে। এতে দেশের কল্যাণ হবে।
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন