যে কারনে মিতা হকের বক্তব্য +ve
লিখেছেন লিখেছেন রুহু ১৩ আগস্ট, ২০১৩, ০২:৩৫:৫৪ দুপুর
আসলেই আমাদের identity crisis আছে।
উনি প্রকারান্তরে একটা সত্য উদ্ঘাটনে সহায়ক হয়েছেন।
মিতা হকের উপলব্ধি -যারা শাড়ি পড়েন তারা বাঙ্গালী।
যারা হিজাব পড়েন তারা অবাঙ্গালী।
তার কথায় ভুল আছে , সে দিকে যাচ্ছি না।
প্রসঙ্গিক এক উপলব্দির উপস্থাপন করছি।
identity crisis
প্রসঙ্গ ১
যারা শাড়ী পড়েন তারা কারা।
তারা হলেন আমাদের মা খালারা,প্রতিবেশী হিন্দুরা।
এক্ষেত্রে শাড়ী দেখে অপরিচিত কেউ মহিলাদের হিন্দু / মুসলিম পার্থক্য করতে পারবে না । শাড়ী দেখে হিন্দু /মুসলিম identify করা যায় না ।
তবে বিদেশী কোন পর্যটক মুসলিম দেশ হয়ে ভারত বা কলিকাতা ঘুড়ে আমাদের দেশে আসেন তবে আমাদের শাড়ী পড়া মুসলিম মা বোনদের হিন্দু হিসাবে identify করবেন, আর হিজাব পড়া মা বোনদের মুসলিম হিসাবে identify করবেন।
সুতরাং শাড়ী হিন্দুদের এবং বাঙ্গালী হিন্দুদের পোষাক, কোন মতেই মুসলিম নারীদের পোষাক নয়।
শাড়ী দিয়ে মুসলিম নারীর ছতর পুর্ন হয় না।
identity crisis
প্রসঙ্গ ২
আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি।
অন্য department এর আমার এক সহপাঠীর নাম সমীর , আমি ৩ বত্সর পর জানলাম সে মুসলিম। আমি ভেবে নিয়েছিলাম সে হিন্দু।আজ তরকারীর দোকানদারকে নিয়ে সংশয় জেগেছে সে হিন্দু না মুসলিম।
যাই হোক identity crisis ছেলেদের নিয়েও বিদ্যমান।
তাই বলতে চাই।
মুসলিম নর নারীর পোষাক দেখে বা নিদেন পক্ষে নাম জেনে মুসলিম হিসাবে সনক্ত করার সুযোগ থাকা উচিৎ।
বিষয়: বিবিধ
২৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন