কী মনে হয়? এ কি বিধাতার ন্যায় নয়?
লিখেছেন লিখেছেন সম্রাট ১৬ জুন, ২০১৩, ০৭:১৮:৫৫ সন্ধ্যা
বিধাতার এ যে দারুণ খেলা বুঝিবে সাধ্য কার
নিরবে নিভৃতে বিচারের কাজ করিতেছে বারবার।
মুর্খ মানুষ ভুলিয়া গিয়াছে ক্ষমতার গরিমায়
সর্ব কাজের হিসাব-কিতাব হইতেছে নিরালায়।
অহঙ্কারীর পতন আসিতে লাগেনা তো মহাকাল
দেখিয়াও তাহা দেখিনা আমরা দম্ভে টালমাটাল।
এমনি করিয়া শোধিতে হইবে সকল রক্তঋণ
ধৈর্য্য ধরিয়া রহিলাম জানি দূরে নাই সেই দিন।
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন