শিবির vs স্বীকৃতি

লিখেছেন লিখেছেন জিহর ১৪ এপ্রিল, ২০১৭, ০৮:৫০:৫৭ সকাল

এই দাবী তো হুযুররা

, কওমীর ছাত্ররা অনেক আগে থেকেই করে আসছিলো৷ কিন্তু বিএনপি"র সরকার তা পূরণ করেনি৷

কেন করেনি? কোন জবাব আছে?? ( BNP বলছে তরা করেছিলো! তাহলে গেজেটের মধ্যেই তারা ঝুলিয় রাখলো কেন?

আমরা হুযুররা কোন দল করি না, তবে বিএনপি কিছুটা ইসলাম পন্থী তাই তাকে সমর্থন করি৷ করছি৷ তবে মাঠে না, মনে মনে৷ তবে বিএনপি আমাদের স্বীকৃতিটুকু দেইনি ক্ষমতায় এসে..!!! এর কী কারণ জানা আছে??? ফলে BNP ও আমাদের নেক নজর হারিয়েছে..!

এখন আওআমীলীগ সেই সুযোগটা নিয়েছে, স্বীকৃতি দিয়েছে..৷ এর মধ্যে অবশ্যই রাজনীতি আছে, তাতে সন্দেহ নেই! হাসিনা কখনোই ইসলামের ভালো চায় না!! হতে পারে তাই বলে সে দিলে আমরা নিবো না...???

শাপলা চত্বরের সেই রক্ত মাখা সাদা জামাটা আমার এখনো আছে, থাকবে, সেই কেয়মত দৃশ্য চোখের সমনে এখনো আছে, থাকবে থাকতেই হবে৷ তাই বলে আমি কিছু পেলে সেটাও নিবো না...!!!

এই "কিছুর মধ্যেও সামান্য পরিমাণ বাটপারী, সিটারী করলে লীগের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের সময় লাগবে না...!

আবারো ইসলামের উপর সামান্য আঘাৎ করলে নতুন কোন সাপলা চত্বর হতে সময় লাগবে না...!!

স্বীকৃতি আমার রাষ্ট্রীয় আধিকার ৷ এটাতো কোন লীগ-বিএনপির দেয়া করুণা না!! বরং এতদিন নাদিয়ে তারা অন্যায় করেছে৷

...আমার একটা বিষয় বুঝে আসতেছে না, আমাদের স্বীকৃতি দেয়াতে জামাত- শিবিরের ভাইদের মনটা এতো খারাপ কেন?

তাদের আনেকে স্টাটাস দিচ্ছে : তাতে আহমদ শফী সাহেবকে তেঁতুল হুযুর পর্যন্ত বলার দু:সাহস দেখাচ্ছে!!!

এমনকি একটা লেখা দেখলাম: কাদের মোল্লা বিক্রি হয়নি কিন্ত তেঁতল হুযুর আহমদ শফী হাসিনার কাছে বিক্রি হয়েছে! !!!

...এসবের মানে কি?????

এত বড় স্পর্ধা তারা কীভাবে পেল?? এটাতো নাস্তিক মুর্তাদদের "বুলী"

এর পরিণতি কি একবার ভেবে দেখেছে কেউ? আমার মামা এক আলিয়া মাদরাসার প্রভাষক, থানা জামাতের সভাপতি, আমাদের স্বীকৃতির খবরে সে তো বরং খুশিই হয়েছে৷

তাহলে এরা কারা যারা বিভেধ সৃষ্টি করছে...???

দূরত্ব আরো বাড়িয়ে দিচ্ছে...???

বিষয়: বিবিধ

৮৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382663
১৪ এপ্রিল ২০১৭ সকাল ১০:০১
হতভাগা লিখেছেন : কমিউনিস্টদের হাম তাম ভাল লাগে আর হেফাজতদের কাজ । নির্বাচনে এই হামতামদের কোনই প্রভাব নেই।
382673
১৪ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:৩৩
চেতনাবিলাস লিখেছেন : ও তাহলে আপনাদের ইসলামের মূল লক্ষ্য এই স্বীকৃতিটুকুই। বিএনপি তো স্বীকৃতি দিয়ে গেজট দিয়েছিল। তারা যা বাকি রেখেছিল সেটা হুজুরদের নানারকম বিভেদের কারণেই। আর এখন হাসিনা এই পার্থিব সার্থান্বেষী হুজুরদের সামনে মূলা ঝুলিয়ে তাদের কিনে নিয়েছেন। আল্লামা শফি আর তার হেফাজত বিক্রি হয়ে গেছে এটা জোর দিয়েই বলা যায়।
382746
২০ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:৫৫
জিহর লিখেছেন : আমার কথা গুলো অস্পষ্ট নয়... আশা করি আপনি লেখাটা আরেকবার পড়বেন... চেতনাবিলাসি ভাই....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File