" থার্টি ফাস্ট নাইট " এবং বাঙ্গালীর একটি "কালো" অভিশাপ....

লিখেছেন লিখেছেন জিহর ৩০ ডিসেম্বর, ২০১৬, ১১:০৯:২৩ সকাল

লিখা : তালুকদার জহির

,

আগামিকাল রাতে...

.

.

নতুন বছর শুরু হতে যাচ্ছে ইংরেজি সনের!

যেটাকে কেন্দ্র করে দেশে এক শ্রেণির উশৃঙ্খল তরুন তরুণীরা "থার্টি ফাস্ট নাইট" নামক এক বিজাতীয় সাংস্কৃতিতে মত্তো হচ্ছে কয়েক বছর হলো!

আমাদের ছোটো বেলায় এসব উটকো আজেবাজে কোন দিবসের কথা মনে পড়ে না।

এসব রাতে কিছু শহুরে ছেলে মেয়েরা মদ, গাজা, ইয়াবা, হেরইন সহো বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ব্যাবহার করে এবং অশ্লিলতা নগ্নতায় লিপ্ত হয়। যার ফলে বিগতো বছর গুলোয় এই রাতে প্রচুর অনিয়ম লক্ষ করেছে পুলিশ প্রশাসন.!

.

সেই উপোলক্ষে ঢাকা সহো দেশের প্রত্যেক প্রধান প্রধান শহর গুলোতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা..... প্রায় কয়েক হাজার অতিরিক্ত র্যাব, পুলিশ আর বিজিবি ও মোতায়েন করা হয়েছে।

"তাহারা" ( কতৃপক্ষ বা প্রশাসন ) লুচ্চামি কারিদের বা বলা যায় নেশাখোর মদ্দপদের ফেরাবেন না । উল্টো বাসার বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করবেন সাধারন জনগনকে !

যাতে এমপি পুত্র অথবা কোন প্রভাবশালি নেতার হাতে গুলি না খায় সাধারন রিক্সা'চালক ।

কেননা পরে শুধু শুধু মিডিয়ার চুলকানি, যালাতন সত্য করেতে হবে ।

পরে গোপনে মিডয়া ওলাদের এক্সট্রা এক্সট্রা ঘুষ খাওয়াতে হবে ।

পুলিশের চে এখন বড়ো ঘুষখোর মিডিয়া'বাজরা ।

..

বলি

এসব বিজাতীয় সংস্কৃতিচর্চা আমাদের দেশের মানুষের কি চলে?

যাদের নিজেদের একটা ইতিহাস আছে। আছে ধর্ম ধার্মিকতার প্রতিবন্ধকতাও!

.

.

হয়তো আগামি কালের পত্রিকা গুলোর প্রধান পাতায় না আসলেও বরাবরের মতো এবারো ভেতরের পাতায় অবশ্যই ( তথা কথিত বয়ফ্রেন্ড কতৃক ) কিছু ধর্ষণের সংবাদ ঠিকই আসবে, এবং ভেতরেই চাপা পড়ে থাকবে ।

অথবা ধনির দুলাল হয়তো মাত্রাতিরিক্ত নেশায় বুদ হয়ে গাড়ী চাপা দিয়েছে ফুটপাতে শুয়ে থাকা কোন দুস্থ শিশুকে। যার জন্য হত্যা মামলা করারো কেউ নেই । প্রশাসন কেস না হলে কোন ঝামেলায় জড়াতে চায় না । আর ভুল ক্রমে হলেইবা কি হবে? তাদের "বাবা"দের অঢেল কালো টাকা! আছে উপরে বড়ো হাত । কালো হাত ।

.

তাই

ঐ সব হাজার নিরাপত্তাবাহিনী মোতায়েন করে কোনো লাভ হবে না ।

যতোক্ষণ না নিজেরা সুধরে যাচ্ছি! এবং ঐক্য বদ্ধ হয়ে বর্জন করছি এই "অভিশাপ". কে ।

.

.আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন!

আমিন.....

বিষয়: বিবিধ

৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File