গল্পঃ স্মৃতি

লিখেছেন লিখেছেন জিহর ১১ জুন, ২০১৩, ০৬:৩৪:৩৬ সন্ধ্যা

মাদ্রাসার ছুটির সময় ঘনিয়ে আসছে। বাড়িতে যেতে হবে।এবং তা গাড়িতে চড়েই।আমাকে একটি আসনে একা বসতে দেবে না!এই অভিযোগ আমার মনে এখন আর জাগে না। এখন আমি বড় হয়েছি।আর গাড়িতে একাই একাই একটি আসন দখল করে বসি।

একটা সময় ছিল,যখন একটি আসনে একা বসতে পারাটা আমার জন্য ছিল বিরাট ব্যাপার।তা রিক্সা,গাড়ি এমনকি বিসাল লঞ্চ হলেও।আমাকে বসতে হত আব্বু বা আম্মুর কোলে।আবার কখনো ভাইয়া,কখনো ছোট চাচা বা ছোট মামার কোলে।এভাবে কারো না কারো কোলে চড়েই আমাকে পথ চলতে হতো।গ্রামের বাড়ি সেই ফরিদপুর।ঢাকা থেকে তো অনেক দূর।তবুও কোলই ছিল এই দীর্ঘ পথে এক মাত্র আসন।ইচ্ছায় অনিচ্ছায় এ ছাড়া ভিন্ন কোন উপায় আমার ছিলনা কখনোই।তাই পরিবারের সবার সাথে যখন সফর করতাম,তখন একবার আম্মুর কোলে,একবার আব্বুর কোলে,আবার কখনো ভাইয়ার কোলে গিয়ে বসতাম,আর এভাবেই শান্তণা খুঁজতাম।কিন্তু এক আসনে একা বসার শখ আমার অপূর্ণই থেকে যেত।

একবার চাটগা থেকে বড় খালু নতুন একটি মাইক্র বাস কিনে আনলেন।আমাদের বাসা তখন মানিকগঞ্জ।পথে খালু আমাদের বাসায় যাত্রা বিরতি করলেন।যেহেতু তিনি দেশে ফিরছিলেন,তাই আমি বায়না ধরলাম যে পদ্মা পর্যন্ত তার সাথে সেই গাড়িতে চড়ে যাব।সেবারের কথা আমার খুব মনে আছে।আমি একাই একটি আসন দখল করতে পেরেছিলাম।কিযে আনন্দ লেগেছিল, বলে বোঝাতে পারব না।যেন আমি পুরো দেশটাই জয় করে নিলাম।কিন্তু যখন গাড়ি দ্রুত ছুটতে লাগল,আমি নিজেকে সামলাতে পারছিলাম না।যার ফলাফল আবার কোলবন্দি।

আমার ভাগনিটি ছোট।এখন ওকে কোলে করে গ্রামের বাড়িতে যাই।আচ্ছা ওরও কি আমার মত স্বাধীন ভাবে একা একটি আসনে বসে যেতে ইচ্ছে করে?হ্যাঁ ওতো রিক্সায় খালি যায়গাটিতে একাই বসতে চায়।তখন তো কোলে বসতে চায় না।

বিষয়: বিবিধ

১৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File