বই পরিচিতি: Introducing Fetullah Gulen to Bengal and Beyond

লিখেছেন লিখেছেন রামির ২০ জুন, ২০১৩, ০৬:৫৩:১২ সন্ধ্যা

নাম: Introducing Fetullah Gulen to Bengal and Beyond

মূল: Dr. Maimul Ahsan Khan

অনুবাদ: ড. মাইমুল আহসান খান

দাম: ১০০ টাকা (লিখিত) । তবে নীলক্ষেত কিংবা চারুকলার আশেপাশে পুরানো বই ৩০-৪০ টাকায় পাওয়া যেতে পারে।



লেখকপরিচিতি:

ড. মাইমুল আহসান খান, বাংলাদেশী । প্রফেসর, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । তিনি ইতোপূর্বে ঢাবি'র আইন বিভাগ এবং ইসলামি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর আইন ও শরিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দেশী ও বিদেশী অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ করেন। দেশের বাইরে তিনি University of Illinois (1998-2002), University of California-Davis and Berkley (2002-06), University of California এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করেন। তিনি এ পর্যন্ত প্রায় এক ডজন এর বেশি বই লিখেন ।

তিনি বাংলাদেশের একমাত্র লেখক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যাঁর সকল বই ইসলাম ও মুসলিম সংস্কৃতির আংঙ্গিকে লেখা এবং সমগ্র মানবতার কল্যাণাশ্রয়ী। সমকালীন বিশ্বে ইসলাম এর এক অনন্য ও সামগ্রিক ব্যাখ্যাদানকারি ফেতুল্লাহ গুলেন এবং তাঁর গুলেন মুভমেন্ট (হিজমেত) এর উপর ড. মাইমুল আহসান খান বাংলাদেশের একমাত্র এাডেমিক রিসোর্স । ফেতুল্লাহ গুলেন এবং তাঁর গুলেন মুভমেন্ট (হিজমেত) বিষয়ক তাঁর লেখা ২টি বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে Introducing Fetullah Gulen to Bengal and Beyond এবং অন্যটি হচ্ছে The vision & Impact of Gulen Movement-A new Paradigm for Social Activism । ২য় বইটি চমৎকার ও আন্তর্জাতিক মানসম্পন্ন বই। বইটিতে তিনি ইসলামের কিছু মৌলিক ও জটিল বিষয়ের অসাধারণ দার্শনিক ব্যাখ্যা দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় উন্নীত করেছেন। ১ম বই Introducing Fetullah Gulen to Bengal and Beyond নিয়েই আজকে আমাদের বই পরিচিতির এই আসর।

প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০১০ ।

প্রকাশক: দ্যা নাহার লাইট ফাউন্ডেইশন।

পাঠ পরিচিতি:

বইটির মোট পৃষ্টাসংখ্যা-১২০ (৬০ পৃষ্টা বাংলা ও ৬০ পৃষ্টা ইংরেজী)

ভাষা: বাংলা ও ইংরেজী । একই বিষয় উভয়ই ভাষায় লেখা হয়েছে।

অধ্যায়: ০৩ টি হচ্ছে: (১) ভূমিকার পরিবর্তে, (২) তুর্কি ধর্মচর্চায় সর্বজনীনতার বহি:প্রকাশ: গুলেনের দৃষ্টান্ত, (গুলেনের দৃষ্টিতে সকলের জন্য সামাজিক শান্তি ও প্রগতি)

বিষয়বস্তু: ফেতুল্লাহ গুলেন পরিচিতি, তাঁর গুলেন মুভমেন্ট (হিজমেত) পরিচিতি, জীবন ও ইসলাম সম্পর্কিত গুরুত্বপূর্ন কিছু বিষয়ে গুলেনের অসাধারণ দৃষ্টিভঙ্গি।

বই থেকে কিছু উদ্ধৃতি:

আজ তুরস্ক ও এর বাইরে গুলেন কোন ব্যক্তির নাম নয়। এই নামটি আজ হয়ে উঠেছে একটি সামাজিক আন্দোলনের প্রতীক, যা নিজেকে সব ধরনের রাজনৈতিক বিতর্ক থেকে দূরে রাখার ব্যাপার কঠোরভাবে যত্নশীল। এ অধ্যায়ে আমরা গুলেনের সামাজিক ও আধ্যাত্মিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিচার-বিশ্লেষণ করবো যাতে চলমান সাংঘর্ষিক অবস্থা সম্পর্কে আমরা সঠিক দিক-নির্দেশনা পাই। বহু সংঘর্ষের মূল কারণ ধর্মীয় বিষয় বলে মনে হলেও আসলে কিন্তু রাজনৈতিক ও বৈষয়িক কারনেই আমাদের চারপাশে চরছে দানবীয় সব কর্মকান্ড । দানবীয় ঐসব ঘটনাপ্রবাহ সম্পর্কে গুলেনের অন্তর্দৃষ্টি গভীরভাবে জানা ও বোঝাই হবে এ অধ্যায়ের মূল উদ্দেশ্য (সারসংক্ষেপ- ২য় অধ্যায়-পৃষ্টা: ৭৯)

শেষ কথা:

এমনি আরো অসংখ্য আই-ওপেনিং, গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন চিন্তার খোরাক রয়েছে বইটির পাতায় পাতায়। বইটি ইসলাম-পন্থী সংগঠনের সকলের জন্য, বিশেষ করে বাংলাদেশের ইসলাম-পন্থী তরুণ বুদ্ধিমন্ত- যারা রাজনৈতিক দূর্বৃত্তায়ন ও ঘচঘচানির করুণ দশা দেখে ষোল কোটি মানুষের মুক্তির চিন্তায় ঘর্মাক্ত, ক্লান্ত ও নির্ঘুম সময় কাটাচ্ছেন তাদের জন্য অপরিহার্য।

সময়-সূযোগ করে মুসলিম-পুনর্জাগরণী আন্দোলনের কর্মীরা (যারা পড়েননি) বইটি পড়বেন, জানবেন ও আলোকিত হবেন এবং ইসলামপন্থী আন্দোলন পরিচালনায় পথের দিশা দিবেন এই প্রত্যাশায়….

বিষয়: বিবিধ

১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File