" মা "
লিখেছেন লিখেছেন চিরল পাতা ০৪ মে, ২০১৩, ০৯:০৪:২৬ রাত

অন্ধকারটা কেটে যখন উঠলো জ্বলে দীপ,
দেখতে পেলাম কোল জূড়ে এক শুভ্র প্রদীপ।
মুক্তো ঝরা হাসি যে তার মুখে নেইকো দাঁত,
দেখতে আমার প্রহর যেন পূর্ণিমারই চাঁদ।
বড়ো বড়ো চোখদুটি তার হাজার পাপড়ী ঢাকা,
খুব জলদি শিখে গেছে গম্ভীর হয়ে থাকা।
নরম কোমল ঠোঁট দুটি তার সীমারেখা আঁকা,
চঞ্চলতা বাড়লে তাকে যায়না ঘরে রাখা।
টাক করেছি অনেক আগেই গজায়নি আর চুল,
মুখের গড়ন ঠিক যেন এক ভেজা কদমফুল ।
ছোট্ট ছোট্ট হাত আর পা, ছোট্ট একটা গা,
হঠাৎ সেদিন চমকে দিয়ে উঠলো ডেকে "মা" ।
-------------------------------------
২৪শে মার্চ ২০০২
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন