বিদেশী প্রভুরা বললেই জি হুজুর আর শ্রমিকের দাবি করলে ষড়যন্ত্র

লিখেছেন লিখেছেন রিয়াজ কাহান ১২ মে, ২০১৩, ০৬:৫২:২১ সন্ধ্যা

২০১০ সালে ব্যাপক আন্দোলন করেছিল গার্মেন্ট কর্মীরা। তারা তাদের বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছিল। সরকার, বিরোধীদল, বিজিএমইএ বগল বাজিয়ে প্রচার প্রপাগাণ্ডা ছড়িয়েছিল বিদেশীদের ষড়যন্ত্র। কাহিনী ফেদে বলা বেশ কিছু ছবি ছাপানো হয়েছিল পত্রিকায়। তাদের বক্তব্য বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংশ করার জন্য বিদেশী ষড়যন্ত্র। তবে কিছুটা অমিল ছিল বিরোধীদল ও সরকার পক্ষের মধ্যে। বিরোধীদল বিদেশী বলতে বুঝিয়েছিল ভারত ও সরকার কোন দেশের বিরুদ্ধে কোন কথা না বললেও চীন কিংবা ইউরোপকে বোঝানো চেষ্টা করে। আমাদের সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো সব সময় শ্রমিক আন্দোলন কে সন্দেহের চোখে দেখে। পৃথিবীর ইতিহাসে কোন শ্রমিক আন্দোলনকে সহায়তা করেনি এমনকি সমর্থন দেয়নি সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো। ভারতে শিবসেনা তৈরী হয়েছিল শ্রমিক আন্দোলনকে খতম করার জন্য। মুম্বাই শ্রমিক আন্দোলনের নেতাদের হত্যা করাই ছিল এদের মুল কাজ। সেসময় মুম্বাইতে কয়েকজন শ্রমিক নেতাকে তারা হত্যা করে। শিবসেনা সফলও হয়। মুম্বাইতে শ্রমিক আন্দোলন প্রায় ধ্বংশ করে দেয় সাম্প্রদায়িক গোষ্ঠীটি। আমাদের এখানে এভাবে কোন সাম্প্রদায়িক গোষ্ঠী তৈরী না হলেও সন্দেহের চোখে দেখে। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো গণ আন্দোলন হয়েছে কোন সাম্প্রদায়িক গোষ্ঠী সমর্থন দিয়ে একটি বিবৃতি পর্যন্ত দেয়নি। সাভার রানা প্লাজা ধসের পর হেফাজতের বেশ কিছু কর্মী উদ্ধার অভিযানে গিয়ে কাজ করেছে। কিন্তু অবাক হওয়ার বিষয় ধসের পর তারা বলেছিল আল্লাহর গজব। কতখানি নৃশংস চিন্তার মানুষ এটা বলতে পারে।

যাই হোক মূল বক্তব্যে আসি। শ্রমিকেরা যখন বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নামে তখন তা হয় বিদেশী ষড়যন্ত্র। বিদেশীদের এত ষড়যন্ত্রের পরও গত ২০ বছরের মধ্যে গার্মেন্ট শিল্প বৃদ্ধির সূচক সব সময় উর্ধ্বমুখী আছে। এখন যা বহাল। তাহলে এত ষড়যন্ত্রের পর সেই বিদেশীরা আসে কেন? লুটেরা এই রাষ্ট্র সংবেত্তারা সব সময় শ্রমিক শোষনের বিষয়ে একাট্টা। কি হাসিনা কি খালেদা। একজন গার্মেন্ট শ্রমিকের মাসিক বেতন ২০০০ হাজার টাকা। এটা কি গাজা খেয়ে বেতন কাঠামো ঠিক করা হয়। শ্রমিক আন্দোলনকারী সংগঠনগুলোকে বিদেশী ষড়যন্ত্রের নায়ক বলে প্রচার করা হয়। তারা সারাবছর জুড়ে বলে আসছে শ্রমিকদের বেতন বাড়াতে হবে তা ষড়যন্ত্র। এখন বিদেশীরা বলছে সঙ্গে সঙ্গে মজুরি বোর্ড গঠন করে দিল সরকার। আমি বলব এখন কাদের ষড়যন্ত্র? এই ইডিয়ট ব্যবস্থা কি কোন ভাবেই সহনশীল করা যায় না?

প্রসঙ্গত আজ সরকার গার্মেন্ট শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আলাদা বোর্ড গঠন করেছে।

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File