ছাত্রলীগরে ধরলো যৌথবাহীনি !

লিখেছেন লিখেছেন জাতির চাচা ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৭:১৩:২০ সন্ধ্যা

মজার একডা ঘটনা . . . .

আমাদের এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে এক ছাত্রলীগের ক্যাডার সহ আটজনকে গ্রেফতার করে চালান দিয়েছে । তো ছাত্রলীগ ক্যাডারটার বাবাও আওয়ামীলীগ । এই লোক আওমীলীগ নেতা চেয়ারম্যানকে গিয়ে ঘটনা জানিয়ে মুক্তির ব্যবস্থা করতে বলে ।

চেয়ারম্যান সাব পুরা ক্ষেপে গিয়ে বলে আপনার ছেলে শিবির করে । ওই ছাত্রলীগ করতো ধরা পরার ভয়ে । আমি কিছু করতে পারবো না । যা করার করেন ।

আসলে ছেলেটা সত্যিই ছাত্রলীগ করে । কিন্তু বেচারা আটকে পড়ে এখন জেলখানায় । নেতারাও শিবির ভেবে নিশ্চুপ ।

কয়দিন পর হুনবো ওই শিবিরের কর্মী হয়ে বেড়িয়েছি । কারন আমাদের জেলখানাটা তো জামায়াত শিবির দিয়ে পরিপূর্ন । তবে জেএমবিও আছে কয়েকটা ।

মজাই মজা

বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157744
৩১ ডিসেম্বর ২০১৩ সন্ধ্যা ০৭:৩৭
নিমু মাহবুব লিখেছেন : অনেক ধন্যবাদ
157750
৩১ ডিসেম্বর ২০১৩ রাত ০৮:০৩
জিনিয়াস লিখেছেন : অপ্রাসঙ্গিক হলেও কেন জানি আপনার হাসি দেখে আমার ঐ কথাটি মনে পড়ছে, ‍"ঘুটে পোড়া দেখে গোবর হাসে!! কিন্তু গোবর জানে না দুদিন পর সেও ঘুটে হতে চলেছে।"
৩১ ডিসেম্বর ২০১৩ রাত ০৮:২০
112518
জাতির চাচা লিখেছেন : ওম্মা ! একি কতা !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File